USA help Taiwan: চিনের সঙ্গে দ্বন্দ্বের আবহেই তাইওয়ানকে বিপুল অঙ্কের যুদ্ধাস্ত্র সাহায্য আমেরিকার

F-16 Fighter Jets Munitions: এই সাহায্যের বিষয়ে পেন্টাগন এক বিবৃতিতে বলেছে, “এই যুদ্ধ সরঞ্জাম বিক্রি তাইওয়ানের আকাশপথের প্রতিরক্ষা এবং আঞ্চলিক নিরাপত্তাকে শক্তিশালী করবে।”

USA help Taiwan: চিনের সঙ্গে দ্বন্দ্বের আবহেই তাইওয়ানকে বিপুল অঙ্কের যুদ্ধাস্ত্র সাহায্য আমেরিকার
সমরাস্ত্রে সজ্জিত এফ-১৬ যুদ্ধবিমান।
Follow Us:
| Edited By: | Updated on: Mar 02, 2023 | 1:06 PM

ওয়াশিংটন: তাইওয়ানকে যুদ্ধাস্ত্র বিক্রি করবে আমেরিকা। বুধবার এই ঘোষণা করেছে পেন্টাগন। এফ-১৬ যুদ্ধবিমানের বিভিন্ন সমরাস্ত্র সরঞ্জাম তাইওয়ানকে দেবে আমেরিকা। ৬১ কোটি ৯০ লক্ষ ডলার মূল্যের যুদ্ধ সরঞ্জাম দেওয়া হবে বলে জানানো হয়েছে পেন্টাগনের তরফে। এই মার্কিন সাহায্যের জেরে আকাশসীমার এবং আঞ্চলিক নিরাপত্তা বাড়াতে পারবে তাইওয়ান। তবে এই পদক্ষেপের জেরে রুষ্ট হতে পারে চিন। সাত দশক ধরে তাইওয়ান স্বাশাসিত রাষ্ট্র। যদিও চিন তাইওয়ানকে নিজেদের এলাকা বলে দাবি করে থাকে। মাস কয়েক আগে আমেরিকার হাউস স্পিকার ন্যান্সি পেলোসি এসেছিলেন তাইওয়ান সফরে। তার পর থেকেই ক্ষুব্ধ চিন সামরিক মহড়া চালিয়েছে তাইওয়ানকে কেন্দ্র করে। একাধিক বার তাইওয়ানের আকাশসীমা ও জলসীমা লঙ্ঘন করে ঢুকে পড়েছিল চিনের যুদ্ধবিমাম ও যুদ্ধজাহাজ।

পেন্টাগনের তরফে জানানো হয়েছে, এফ-১৬ যুদ্ধবিমানের সমজসজ্জার জন্য ১০০টি এজিএম-৮৮বি উচ্চ গতির অ্যান্টি রেডিয়েশন মিসাইল (HARM), ২০০টি এআইএম-১২০সি-৮ অ্যাডভান্সড মিডিয়াম রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল (AMRAAM) এবং প্রশিক্ষণের জন্য লঞ্চার ও ডামি মিসাইল তাইওয়ানকে সরবরাহ করবে। প্রায় ৬১ কোটি ৯০ লক্ষ ডলারের যুদ্ধ সরঞ্জাম দেওয়া হবে। এই সাহায্যের বিষয়ে পেন্টাগন এক বিবৃতিতে বলেছে, “এই যুদ্ধ সরঞ্জাম বিক্রি তাইওয়ানের আকাশপথের প্রতিরক্ষা এবং আঞ্চলিক নিরাপত্তাকে শক্তিশালী করবে। আমেরিকার সঙ্গেও আন্তর্কার্যক্ষমতা বাড়াবে।”

আমেরিকার আকাশে চিনা নজরদারি বেলুনের উপস্থিতি গত মাস থেকে চিন ও আমেরিকার মধ্যে উত্তেজনা বাড়িয়েছে। এই আবহেই তাইওয়ানকে সাহায্যের ঘোষণা করল পেন্টাগন। এ ব্যাপারে আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রক বলেছে, “তাইওয়ানকে করা আমেরিকার এই সাহায্য তাইওয়ানের প্রতিরক্ষা ক্ষমতাকে বাড়িয়ে দেবে। তাইওয়ান প্রণালীকে শান্তি ও স্থিতবস্থা বজায় রাখতেও সাহায্য করবে এই পদক্ষেপ।” তাইওয়ানও আমেরিকার এই যুদ্ধাস্ত্র সাহায্যকে স্বাগত জানিয়েছে। বাইডেনের প্রেসিডেন্ট থাকাকালীন এ নিয়ে মোট ৯ বার তাইওয়ানকে সাহায্য করল আমেরিকা। যদিও এই সাহায্যের পর চিন কী প্রতিক্রিয়া দেয় সে দিকে নজর থাকবে আন্তর্জাতিক মহলের।