AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

RG Kar Protest: তিলোত্তমা বিচার পাক, চাইছে ‘হলিউড’ও, পথে নামছেন প্রবাসীরা

RG Kar Protest: এই মিছিলে যেটা সবচেয়ে বেশি দেখা গিয়েছে, তা হল দুঃখ-কষ্ট-রাগ মাখা এক আবেগ। সেই আবেগ ছড়িয়ে পড়েছিল হলিউডের বাতাসে।

RG Kar Protest: তিলোত্তমা বিচার পাক, চাইছে 'হলিউড'ও, পথে নামছেন প্রবাসীরা
হলিউড পার্কে প্রতিবাদ
| Updated on: Aug 20, 2024 | 10:09 AM
Share

লস অ্যাঞ্জেলস: আরজি কর-কাণ্ডে এবার সুবিচারের আশায় হলিউডও। তিলোত্তমার মর্মান্তিক পরিণতি নাড়িয়ে দিয়েছে কলকাতা থেকে ক্যালিফোর্নিয়া পর্যন্ত, শিউরে উঠেছে নদিয়া থেকে নিউ ইয়র্ক, হুগলি থেকে হিউস্টন। কলকাতার বুকে আরজি করে মতো একটি গুরুত্বপূর্ণ হাসপাতালের সেমিনার রুমে ‘তিলোত্তমা’র উপর যে বর্বর অত্যাচারের ঘটনা ঘটে গিয়েছে, তাতে গোটা দেশ যেমন গর্জে উঠেছে, তেমনই মার্কিন মুলুকে থাকা সমস্ত প্রবাসী ভারতীয়রাও পথে নেমেছেন।

গত ১৮ অগস্ট লস অ্যাঞ্জেলস এবং লস অ্যাঞ্জেলসের নিকটবর্তী এলাকার প্রবাসী ভারতীয়রা, বিশেষত বাঙালিরা জমায়েত করেছিলেন জনপ্রিয় লেক হলিউড পার্কে। তাঁদের কারও হাতে ছিল কালো পতাকা, কারও হাতে ছিল ‘WE WANT JUSTICE’ লেখা পোস্টার। আবার কোনও পোস্টারে লেখা ছিল, ‘JUSTICE DELAYED IS JUSTICE DENIED’।

তবে এই মিছিলে যেটা সবচেয়ে বেশি দেখা গিয়েছে, তা হল দুঃখ-কষ্ট-রাগ মাখা এক আবেগ। সেই আবেগ ছড়িয়ে পড়েছিল হলিউডের বাতাসে।

লস অ্যাঞ্জেলসের সেই বাঙালিরা জানাচ্ছেন, শুধু এই একটা দিন নয়, প্রবাসের চরম ব্যস্ত জীবনের মধ্যেও তাঁরা তাঁদের এই প্রতিবাদ জারি রাখবেন ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না তিলোত্তমার ওপর হওয়া বর্বরতার সুবিচার মেলে।