Lenin’s Body: মস্কোয় কড়া সুরক্ষার মধ্য থেকে লেনিনের মরদেহ চুরির চেষ্টা
Drunk man tries to steal Lenin's body:
মস্কো: সোভিয়েত রাশিয়ার প্রতিষ্ঠাতা তথা বিশ্বখ্যাত কমিউনিস্ট নেতা ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ লেনিনের মরদেহ চুরির চেষ্টা! ১৯২৪ সালে মৃত্যুর পর থেকে মস্কোর রেড স্কোয়ারের এক সমাধি সৌধে, এই প্রবাদপ্রতীম বিশ্বনেতার মরদেহ মমিকৃত অবস্থায় রাখা আছে। সমাধি সৌধে কড়া সুরক্ষা থাকে। তার মধ্য থেকেই ৬ ফেব্রুয়ারি রাতে লেনিনের মরদেহ চুরির চেষ্টা করেছিল এক ব্যক্তি, জানিয়েছে মস্কো পুলিশ। ওই রুশ নাগরিককে অবিলম্বে গ্রেফতার করা হয়। জানা গিয়েছে, ঘটনার সময় সে মদ্যপ অবস্থায় ছিল। তবে, ঠিক কী কারণে লেনিনের মরদেহ চুরি করতে চেয়েছিল সে, তা এখনও জানা যায়নি।
১৯২৪ সালে প্রয়ান ঘটে লেনিনের। তারপর কয়েক বছর, রেড স্কোয়ারে একটি কাঠের তৈরি সমাধি ক্ষেত্রে মমিকৃত অবস্থায় রাখা ছিল তাঁর দেহ। ১৯৩০ সালে একটি স্থায়ী সমাধি সৌধ তৈরি করে সেখানে স্থানান্তরিত করা হয়। সেই থেকে সেখানেই রয়েছে প্রাক্তন রুশ প্রেসিডেন্টের দেহ। বহু মানুষ প্রতিদিন সেই সমাধি সৌধ পরিদর্শনে যান। রয়েছে কড়া নিরাপত্তা। কিন্তু ৬ ফেব্রুয়ারি রাতে, এক ব্যক্তি সেই নিরাপত্তা লঙ্ঘন করার চেষ্টা করেন। মস্কো পুলিশ জানিয়েছে, সে বেশ কিছুক্ষণ ধরে সমাধি সৌধে ঢোকার সুযোগ খুঁজছিল। অবশেষে, সরাসরি সৌধের প্রধান দরজা খুলে ভিতরে প্রবেশের চেষ্টা করে। তবে, তার আগেই সশস্ত্র পুলিশ তাকে আটক করে এবং সেখান থেকে সরিয়ে নিয়ে যায়।
মস্কো পুলিশের এক মুখপাত্র বলেছেন, “ভ্লাদিমির লেনিনের মৃতদেহ যেখানে রয়েছে, সেখানে নিরাপত্তা লঙ্ঘন করে ভিতরে ঢোকার চেষ্টা করার সময় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে জানা যায় যে লোকটি মদ্যপ অবস্থায় ছিল। গ্রেফতারের পর সে জেরা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিল। কেন সোভিয়েত রাশিয়ার প্রাক্তন রাষ্ট্রপতির মৃতদেহ সে চুরি করতে চেয়েছিল, তার কোনও ব্যাখ্যা দিতে পারেনি। তবে, তার উদ্দেশ্য পরিষ্কার ছিল। সে লেনিনের মৃতদেহ চুরি করতে চেয়েছিল।