স্পুটনিকের পর ‘১০০ শতাংশ কার্যকরী’ নতুন প্রতিষেধক আনছে রাশিয়া

সুমন মহাপাত্র |

Jan 19, 2021 | 9:27 PM

১৮ থেকে ৬০ বছর বয়সী ১০০ জনের উপর পরীক্ষা হয়েছিল এপিভ্যাককরোনার। সেই তথ্যের ভিত্তিতেই কার্যকরিতার এই হিসাব দিয়েছে রাশিয়া।

স্পুটনিকের পর ১০০ শতাংশ কার্যকরী নতুন প্রতিষেধক আনছে রাশিয়া
ফাইল চিত্র

Follow Us

মস্কো: সবার আগে করোনা প্রতিষেধকে অনুমোদন দিয়ে সারা বিশ্বে ‘প্রথম’ হয়েছিল রাশিয়া (Russia)। সে দেশের স্পুটনিক-ভি তাক লাগিয়েছিল সারা বিশ্বে। কিন্তু ট্রায়াল সম্পূর্ণ না হওয়ায় বিশ্বাসযোগ্যাতা হারায় রাশিয়ার ভ্যাকসিন। যদিও বারবার অধিক কার্যকরিতার দাবি করেছেন প্রেসিডেন্ট পুতিন। ভারতেও চূড়ান্ত পর্বের ট্রায়াল চলছে স্পুটনিক-ভির। এর মধ্যেই নতুন ‘১০০ শতাংশ কার্যকরী’ করোনা প্রতিষেধক নিয়ে এল রাশিয়া।

সে দেশের গ্রাহক স্বাস্থ্য পরিষেবার সংস্থা রাশিয়ান ফেডারেল সার্ভিস ফর সার্ভায়ালেন্স অন কনজিউমার রাইটস জানিয়েছে, ১০০ শতাংশ কার্যকরিতার প্রমাণ দিয়েছে নতুন প্রতিষেধক এপিভ্যাককরোনা। প্রথম ও দ্বিতীয় পর্বের ট্রায়ালের রিপোর্ট এখন প্রকাশ্যে এসেছে। তৃতীয় পর্বের ট্রায়াল এখনও শুরু হয়নি। তার আগেই ব্যাপক কার্যকরিতার এই তথ্য জানিয়েছে পুতিনের প্রতিষ্ঠিত ওই সংস্থা।

১৮ থেকে ৬০ বছর বয়সী ১০০ জনের উপর পরীক্ষা হয়েছিল এপিভ্যাককরোনার। সেই তথ্যের ভিত্তিতেই কার্যকরিতার এই হিসাব দিয়েছে রাশিয়া। করোনা আক্রান্ত হননি, এমন ব্যক্তিদের শরীরে এই প্রতিষেধক প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সক্ষম হয়েছে বলেই জানিয়েছে নির্মাতা সংস্থা।

আরও পড়ুন: বহির্বিশ্বের প্রত্যেকের মুখে ২০ জোড়া করে মাস্ক পরাতে পারত চিন

প্রতিষেধকটি তৈরি করেছে সাইবেরিয়ার ভ্যাক্টর ইনস্টিটিউট। সে দেশের উপ-প্রধানমন্ত্রী তাতিয়ানা গোলিকোভা জানিয়েছেন এপিভ্যাককরোনার টিকাকরণ শুরু হবে মার্চ মাস থেকে। প্রসঙ্গত রাশিয়ার অনেক দিন আগে থেকেই শুরু হয়েছে স্পুটনিক-ভির টিকাকরণ। মস্কো জানিয়েছে সেই প্রতিষেধক ৯২ শতাংশ কার্যকরী।

Next Article