চন্দ্রযান-৩-কে চ্যালেঞ্জ, উড়ে গেল লুনা ২৫; চাঁদ ছোঁয়ার দৌড়ে ভারতকে পিছনে ফেলবে রাশিয়া?

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

Aug 11, 2023 | 8:47 AM

Russia launch Luna-25: চাঁদকে হাতের মুঠোয় আনতে ভারতের সঙ্গে একপ্রকার প্রতিযোগিতায় নামল মস্কো। কিন্তু ঠিক কবে চাঁদে পৌঁছবে এই রুশ মহাকাশযান? এই বিষয়ে কি তারা ভারতকে পিছনে ফেলে দেবে?

চন্দ্রযান-৩-কে চ্যালেঞ্জ, উড়ে গেল লুনা ২৫; চাঁদ ছোঁয়ার দৌড়ে ভারতকে পিছনে ফেলবে রাশিয়া?
চন্দ্রযানের কয়েক সপ্তাহ পর, চাঁদের উদ্দেশে রওনা দিল লুনা ২৫
Image Credit source: AFP

Follow Us

মস্কো: চাঁদের কক্ষে ঢুকে পড়েছে ভারতচের চন্দ্রযান-৩ মহাকাশযান। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, তারপরই চাঁদের বুকে নামার চেষ্টা করবে বিক্রম ল্যান্ডার। আর এরই মধ্যে শুক্রবার ভোরে, চাঁদের উদ্দেশে রওনা দিল রুশ মহাকাশযান লুনা ২৫। ১৯৭৬ সালের ১৪ অগস্ট মহাকাশে যাত্রা করেছিল লুনা ২৪। এটিই ছিল সোভিয়েত আমলের শেষ চন্দ্র অভিযান। তারপর ৪৭ বছর কেটে গিয়েছে। ১৯৯১ সালের ডিসেম্বরে সোভিয়েত ইউনিয়নের পতন ঘটেছে। ফলে স্বাধীন রাশিয়ার এটিই প্রথম চন্দ্র অভিযান। ভারতীয় সময় শুক্রবার ভোর ৪টে বেজে ৪০ মিনিটে রাশিয়ার ভোস্টোচনি কসমোড্রোম থেকে সয়ুজ-২ রকেটের মাধ্যমে চাঁদের উদ্দেশে রওনা দিয়েছে ৮০০ কিলোগ্রাম ওজনের লুনা ২৫ মহাকাশযান। ভারতের মতো লুনা ২৫-ও চাঁদের দক্ষিণ মেরুতেই একটি রোবোটিক ল্যান্ডার স্থাপনের লক্ষ্য নিয়েছে। কাজেই বলা যেতে পারে, চাঁদকে হাতের মুঠোয় আনতে ভারতের সঙ্গে একপ্রকার প্রতিযোগিতায় নামল মস্কো। কিন্তু ঠিক কবে চাঁদে পৌঁছবে এই রুশ মহাকাশযান? এই বিষয়ে কি তারা ভারতকে পিছনে ফেলে দেবে?


উৎক্ষেপণের প্রায় ৫৬৪ সেকেন্ড পরে, সয়ুজ রকেটের তৃতীয় পর্যায় থেকে বিচ্ছিন্ন হয়ে চাঁদে পথে রওনা হয়ে গিয়েছে লুনা ২৫। ভারতের চন্দ্রযানের তুলনয় চাঁদের পৌঁছতে অনেকটাই কম সময় লাগবে এই মহাকাশযানের। রুশ সংবাদ সংস্থা তাসের প্রতিবেদন অনুযায়ী, মাত্র সাড়ে পাঁচ দিনেই চাঁদে পৌঁছে যাবে লুনা ২৫। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ১৬ অগস্ট চাঁদের কক্ষপথে পৌঁছে যাবে লুনা ২৫। তারপর, চন্দ্র পৃষ্ঠ থেকে প্রায় ১০০ কিলোমিটার উচ্চতায় চাঁদের কক্ষপথে তিন থেকে সাত দিন প্রদক্ষিণ করবে যানটি। তারপর চাঁদের দক্ষিণ মেরুর ‘বোগুস্লাভস্কি’ গর্তের এক স্থানে অবতরণের চেষ্টা করবে লুনা ২৫। সেখানে অবতরণ না করা গেলে, বিকল্প স্থান হিসেবে ভাবা হয়েছে ‘মানজিনাস’ এবং ‘পেন্টল্যান্ড’ গর্তের কথা।

অন্যদিকে, চন্দ্রযানের চাঁদের অবতরণের নির্ধারিত দিন হল ২৩ অগস্ট। অর্থাৎ, প্রায় একই দিনে ভারত ও রাশিয়ার দু-দুটি মহাকাশযান নামার চেষ্টা করবে চাঁদের বুকে। এখনও পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চিন চাঁদে অবতরণ করতে পারলেও, চাঁদের দক্ষিণ মেরুতে কেউই সফলভাবে মহাকাশযান অবতরণ করাতে পারেনি। ফলে, ভারতের চন্দ্রযান-৩ কিংবা রাশিয়ার লুনা ২৫, যে দেশের মহাকাশযানই প্রথমে অবতরণ করবে, তাদেরই নাম উঠে যাবে ইতিহাসের পাতায়। বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে তাদের মহাকাশযান নামানোর সাফল্য জুড়বে, তাদের মহাকাশ অভিযানের মুকুটে। কাজেই এক প্রকার মহাকাশ প্রতিযোগিতা শুরু হয়েছে দুই দেশের মধ্যে। কারা আগে চাঁদের দক্ষিণ মেরুতে নামতে পারে, এখন সেটাই দেখার। রাশিয়ার মহাকাশ সংস্থা ‘রসকসমস’কে এদিন অবশ্য শুভেচ্ছা জানিয়েছে ‘ইসরো’।

Next Article