Russia: যুদ্ধের উদ্বেগ কমাবে যৌনতা, ডিলডো-ভাইব্রেটর দিয়ে মোকাবিলা পুতিন প্রশাসনের

Russia Sex Clinic: ১ জুলাই এই পরিকল্পনায় অনুমোদন দিয়েছিল রুশ স্বাস্থ্য মন্ত্রক। তবে, রুশ চিকিৎসকরা এই ক্লিনিকগুলি নিয়ে বিভ্রান্ত। 'মস্কোভস্কিজ কমসোমোলেটস' দাবি করেছে ক্লিনিকগুলিতে যৌনরোগ বিশেষজ্ঞরা যেমন থাকবেন, থাকবে ভাইব্রেটর এবং ডিল্ডোর মতো সেক্স টয়ও।

Russia: যুদ্ধের উদ্বেগ কমাবে যৌনতা, ডিলডো-ভাইব্রেটর দিয়ে মোকাবিলা পুতিন প্রশাসনের
প্রতীকী ছবিImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jul 10, 2023 | 9:16 AM

মস্কো: এক বছরের বেশি সময় ধরে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ করছে তাদের দেশ। রুশ পুরুষরা ভয় কাঁপছেন, এই বুঝি পুতিনের ডাক এল। যেতে হবে যুদ্ধে। বলাই বাহুল্য মানসিক চাপ বাড়ছে। যারা যুদ্ধে যাচ্ছেন এবং যারা যুদ্ধে যেতে হবে এই আশঙ্কা করছেন, উভয় পক্ষই অতিরিক্ত উদ্বেগ-উৎকন্ঠায় জেরবার। এই অবস্থায় সমাধান ডিলডো-ভাইব্রেটর-সেক্স ক্লিনিক! হ্যাঁ, নাগরিকদের যুদ্ধের চাপমুক্ত করতে রাশিয়া জুড়ে একের পর এক সেক্স ক্লিনিক খুলছে সেই দেশের সরকার। আমরা বলছি না, এই খবর জানিয়েছে খোদ ক্রেমলিনের সমর্থক হিসেবে পরিচিত রুশ সংবাদমাধ্যম ‘মস্কোভস্কিজ কমসোমোলেটস’। এই সংবাদপত্রের এক প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার প্রধান শহরগুলিতে আগামী কয়েক দিনের মধ্যে খুলে যাবে সেক্স ক্লিনিকগুলির দরজা।

ঠিক কী কারণে এই ক্লিনিকগুলি খোলা হচ্ছে, তা জানানো হয়নি। তবে, ‘মস্কোভস্কিজ কমসোমোলেটস’ দাবি করেছে সেক্স ক্লিনিকগুলিতে যৌনরোগ বিশেষজ্ঞরা যেমন থাকবেন, থাকবে ভাইব্রেটর এবং ডিল্ডোর মতো সেক্স টয়ও। ১ জুলাই এই পরিকল্পনায় অনুমোদন দিয়েছিল রুশ স্বাস্থ্য মন্ত্রক। তবে, রুশ চিকিৎসকরা এই ক্লিনিকগুলি নিয়ে বিভ্রান্ত। ওলগা বুখানভস্কায়া নামে এক রুশ মনোরোগ বিশেষজ্ঞ ‘মস্কোভস্কিজ কমসোমোলেটস’-কে জানিয়েছেন, সাধারণ মানুষের উপর উত্তরোত্তর যুদ্ধের চাপ বাড়ছে। এই চাপের মোকাবিলা করা সেক্স ক্লিনিক খোলার অন্যতম কারণ।

তিনি বলেছেন, “স্বাস্থ্য মন্ত্রকের আধিকারিকদের আমি একটি প্রশ্ন করতে চাই। রাশিয়ান ফেডারেশনে যৌন রোগের কতগুলি ঘটনা রেকর্ড করা হয়েছে? আমি হলফ করে বলতে পারি, এর কোন সঠিক পরিসংখ্যান নেই। রোগীর সম্ভাব্য সংখ্যা সম্পর্কে কোনও তথ্য না থাকলেও, জরুরি ভিত্তিতে এই অফিসগুলি খোলার কারণ কী? আসলে, আমাদের দেশের মানুষ এখন নিউরোটিকাইজেশন, কোভিড-১৯ পরবর্তী পরিস্থিতি, যুদ্ধের কারণে উদ্বেগের মধ্যে রয়েছে। কিন্তু, মনোরোগ বিশেষজ্ঞদের কাছে যেতে দ্বিধা করছেন। তাই এই ক্লিনিকগুলি খোলা হয়েছে। হয়তো আমাদের মনোরোগের চিকিৎসাকে আরও জনপ্রিয় করে তোলা উচিত। যাতে তাঁদের কাছে যেতে মানুষ দ্বিধা না করেন, ভয় না পান।”

রুশ মনোরোগ বিশেষজ্ঞ এই দাবি করলেও, গুজব রয়েছে, রুশ পুরুষদের সমকামী হওয়া, রূপান্তরিত হওয়া আটকানোই এই সেক্স ক্লিনিকগুলি খোলার অন্যতম কারণ। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বাজারে যাতে, বাধ্যতামূলকভাবে যুদ্ধে যেতে না হয়, তার জন্য গত কয়েক মাস ধরে রাশিয়ায় দলে দলে পুরুষরা নিজেদের সমকামী বলে ঘোষণা করেছেন। এমনকি, অনেকেই শারীরিক রূপান্তরের পথেও হেঁটেছেন। তবে, পুরুষদের সমকামী হওয়া আটকাতে রুশ সরকার এই পদক্ষেপ করল বলে মানতে নারাজ রুশ চিকিৎসক, স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তাদের দাবি, ‘শিশুদের প্রতি লালসা’-র মতো যৌন অস্বাভাবিকতায় আক্রান্ত পুরুষদের চিকিত্সা করা হবে এই ক্লিনিকগুলিতে। কিন্তু, এই চিকিৎসায় সেক্স টয়ের কী ভূমিকা, তাই নিয়ে প্রশ্ন রয়েই গিয়েছে।