PM Narendra Modi: ‘মোদী ম্যাজিকে’ ফ্যান পুতিন-জেলেনস্কি, ভোট মিটলেই বিশেষ আমন্ত্রণ ২ রাষ্ট্রনেতার

ঈপ্সা চ্যাটার্জী |

Mar 21, 2024 | 6:34 AM

Russia-Ukraine War: আসন্ন লোকসভা নির্বাচন নিয়ে চরম ব্যস্ত থাকার মাঝেও রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ নিয়ে উদ্বিগ্ন মোদী। বুধবারই তিনি রাশিয়া ও ইউক্রেনের প্রেসিডেন্টকে ফোন করেন এবং যুদ্ধ থামিয়ে শান্তি ফেরানোর উদ্যোগ নিয়ে কথা বলেন। মোদীর এই সৌজন্যে মুগ্ধ দুই দেশের প্রেসিডেন্টই।

PM Narendra Modi: মোদী ম্যাজিকে ফ্যান পুতিন-জেলেনস্কি, ভোট মিটলেই বিশেষ আমন্ত্রণ ২ রাষ্ট্রনেতার
মোদীকে আমন্ত্রণ পুতিন-জেলেনস্কির।
Image Credit source: Twitter

Follow Us

নয়া দিল্লি: বিশ্বে শান্তি স্থিতিস্থাপক হয়ে উঠছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আসন্ন লোকসভা নির্বাচন নিয়ে চরম ব্যস্ত থাকার মাঝেও রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ নিয়ে উদ্বিগ্ন মোদী। বুধবারই তিনি রাশিয়া ও ইউক্রেনের প্রেসিডেন্টকে ফোন করেন এবং যুদ্ধ থামিয়ে শান্তি ফেরানোর উদ্যোগ নিয়ে কথা বলেন। মোদীর এই সৌজন্যে মুগ্ধ দুই দেশের প্রেসিডেন্টই। লোকসভা নির্বাচন মেটার পরই মোদীকে রাশিয়া-ইউক্রেনে আসতে আমন্ত্রণ জানিয়েছেন তাঁরা।

বুধবার রাতে প্রথমে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সদ্য সমাপ্ত প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল ভোটে জয়ী হওয়ার জন্য পুতিনকে অভিনন্দন জানান। এরপর ইউক্রেনের যুদ্ধ নিয়েও কথা বলেন তিনি। ভারত ও রাশিয়ার মধ্যে কীভাবে কৌশলগত বন্ধুত্ব আরও গভীর করা যায়, তা নিয়েও কিছুক্ষণ আলোচনা করেন দুই রাষ্ট্রনেতা।

এরপরই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনেস্কিকেও ফোন করেন প্রধানমন্ত্রী মোদী। যুদ্ধ পরিস্থিতি নিয়ে তাঁর সঙ্গেও আলোচনা হয়। ভারত পাশে থাকা ও মানবিক সাহায্যের আশ্বাস দিয়েছে ইউক্রেনকে।

ভোট প্রস্তুতির মাঝেও প্রধানমন্ত্রী মোদীর এই সৌজন্যকে সাধুবাদ জানিয়েছেন পুতিন-জেলেনস্কি। দুই নেতাই জানিয়েছেন, ভারতকে তারা শান্তিস্থাপক হিসাবে গণ্য করেন। পুতিন ও জেলেনস্কি-উভয়ই প্রধানমন্ত্রী মোদীকে লোকসভা নির্বাচন তাদের দেশে আসার আমন্ত্রণ জানিয়েছেন।

প্রসঙ্গত, ২০১৮ সালে শেষবার রাশিয়া সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইউক্রেনে না গেলেও, গত বছর জাপানে জি-৭ সামিটে প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে দেখা করেন তিনি। রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ শুরু হওয়ার পর সেই প্রথম সাক্ষাৎ ছিল তাঁদের। এছাড়া যুদ্ধের মাঝে একাধিকবার তাঁদের ফোনে কথা হয়েছে।

Next Article