করাচি: বাঘের ঘরে ঘুঘুর বাসা! জঙ্গি হামলার কবলে পাক বন্দর। বুধবার বিকালে পাকিস্তানের গ্বদর বন্দরে হামলা চালাল পাকিস্তানের বিচ্ছিন্নতাবাদী সংগঠন বালুচিস্তান লিবারেশন আর্মি (BLA। আচমকা এই হামলায় ২ পাক জওয়ানের মৃত্যুও হয়। তারপর অবশ্য পাল্টা গুলি চালায় পাক সেনাবাহিনী। শেষ পর্যন্ত পাক জওয়ানদের গুলিতে ধরাশায়ী হয় ৮ হামলাকারী।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বিকালে অতর্কিতে গ্বদর বন্দরে হামলা চালায় জঙ্গিরা। বন্দরের নিরাপত্তায় কর্তব্যরত পুলিশ-জওয়ানকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায় জঙ্গিরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় ২ জওয়ানের। তারপর সেনা-পুলিশও পাল্টা গুলি ছোড়ে। মৃত্যু হয় ৮ হামলাকারীর। পরে এই ঘটনার দায় স্বীকার করে বালুচিস্তান লিবারেশন আর্মি (BLA)র প্রধান মাজিদ বিগ্রেড।
প্রসঙ্গত, ইরান ও আফগানিস্তানের সীমান্তবর্তী প্রদেশ হল বালুচিস্তান। এই প্রদেশের নির্মীয়মাণ চিন-পাকিস্তান ইকোনমিক করিডর (CPEC) প্রকল্পটি বেশ কয়েকবার বালুচ বিচ্ছিন্নতাবাদী সংগঠনের নিশানায় পড়েছিল। ইতিমধ্যে এই ধরনের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। আন্তঃসীমান্ত সন্ত্রাস কোনভাবে বরদাস্ত করা হবে না বলে মঙ্গলবারই হুঁশিয়ারি দিয়েছেন শরিফ। তার পরদিনই গ্বদর বন্দরে হামলার ঘটনা তাৎপর্যপূর্ণ।