নয়া দিল্লি: যুদ্ধ বন্ধ করে ইউক্রেনে শান্তি ফেরাতে তৎপর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাই বুধবার দেশে লোকসভা ভোটের ব্যস্ততার মধ্যেও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ফোন করে কথা বলেন তিনি। যুদ্ধ বন্ধ করে শান্তি ফেরাতে এবং সমস্ত রকম মানবিক সমর্থন অব্যাহত রাখারও প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী মোদী।
ফের রাশিয়ার প্রেসিডেন্টের পদে নির্বাচিত ভ্লাদিমির পুতিনকে এদিন ফোন করে শুভেচ্ছা জানানোর পরই ইউক্রেনের প্রেসিডেন্টকে ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে ভারতের জনগণের দৃষ্টিভঙ্গি ব্যক্ত করে আলোচনা ও সংলাপের মাধ্যমে কূটনীতির আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী।
শান্তি ফেরানোর আশ্বাস দেওয়ার পাশাপাশি ভারত-ইউক্রেন দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়েও জেলেনস্কির সঙ্গে প্রধানমন্ত্রী মোদীর একপ্রস্থ আলোচনা হয়। বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক দৃঢ় করতে বদ্ধপরিকর দুই রাষ্ট্রনেতা।
রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইউক্রেনের সাধারণ মানুষের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে ভারত। এর জন্য এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদও জানান জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপের কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের X হ্যান্ডেলে জানিয়েছেন।
প্রসঙ্গত, এদিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকেও ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রুশ প্রেসিডেন্ট হিসেবে পুনঃনির্বাচিত হওয়ায় পুতিনকে অভিনন্দন জানানোর পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন সমস্যা নিয়ে মত বিনিময়ও করেন দুই রাষ্ট্রনেতা। যুদ্ধের পথ থেকে সরে এসে, আলোচনা ও কূটনীতির মাধ্যমে ইউক্রেনের সঙ্গে বিরোধের সমাধানের জন্য রুশ প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রী মোদী অনুরোধ করেছেন বলেও পিএমও সূত্রে খবর।