Sadhguru Health Update: হাসপাতালে ভর্তি সদগুরু, হল ব্রেন সার্জারি, এক মাস ধরে কাউকে বুঝতে দেননি অসহ্য যন্ত্রণা…

Soumya Saha |

Mar 20, 2024 | 8:52 PM

Sadhguru Health Update: দিল্লির ওই বেসরকারি হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট নিউরোলজিস্ট চিকিৎসক বিনীত কুরি জানাচ্ছেন, বিগত প্রায় চার সপ্তাহ ধরে মাথার যন্ত্রণা অনুভব করছিলেন সদগুরু। প্রচণ্ড মাথা যন্ত্রণা হচ্ছিল। কিন্তু তিনি সেটিকে গুরুত্ব দেননি এবং নিজের স্বাভাবিক কাজকর্ম চালিয়ে যাচ্ছিলেন।

Sadhguru Health Update: হাসপাতালে ভর্তি সদগুরু, হল ব্রেন সার্জারি, এক মাস ধরে কাউকে বুঝতে দেননি অসহ্য যন্ত্রণা...
হাসপাতালে ভর্তি সদগুরু
Image Credit source: TV9 Bangla

Follow Us

নয়া দিল্লি: রাজধানী দিল্লির এক নামী বেসরকারি হাসপাতালে ভর্তি সদগুরু। সদ্য তাঁর মস্তিস্কে অস্ত্রোপচার হয়েছে। সদগুরুর ইশা ফাউন্ডেশনের তরফে এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে, সম্প্রতি তাঁর মস্তিস্কে রক্তক্ষরণ হয়েছিল এবং একপ্রকার প্রাণ সংশয়ের পরিস্থিতি তৈরি হয়েছিল। এরপরই কয়েকদিন আগে সদগুরুর মস্তিষ্কের অস্ত্রোপচার করা হয়। তবে সদগুরুর শারীরিক অবস্থার এখন অনেকটাই উন্নতি হয়েছে। এক্স হ্যান্ডেলে ইশা ফাউন্ডেশনের ওই টুইট বলা হয়েছে, সদগুরু দ্রুত সুস্থ হয়ে উঠছেন। যে চিকিৎসকরা সদগুরুর অস্ত্রোপচার করেছিলেন, তাঁরা জানাচ্ছেন যেমন ভাবা হয়েছিল, তার থেকেও দ্রুত সুস্থ হয়ে উঠছেন সদগুরু।

দিল্লির ওই বেসরকারি হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট নিউরোলজিস্ট চিকিৎসক বিনীত কুরি জানাচ্ছেন, বিগত প্রায় চার সপ্তাহ ধরে মাথার যন্ত্রণা অনুভব করছিলেন সদগুরু। প্রচণ্ড মাথা যন্ত্রণা হচ্ছিল। কিন্তু তিনি সেটিকে গুরুত্ব দেননি এবং নিজের স্বাভাবিক কাজকর্ম চালিয়ে যাচ্ছিলেন। মাথায় যন্ত্রণা নিয়েই ৮ মার্চ শিবরাত্রির অনুষ্ঠান করেছিলেন তিনি। এরপর ১৫ তারিখ সেই যন্ত্রণা আরও মারাত্মক পর্যায়ে পৌঁছে যায়। তখন যোগাযোগ করা হয় চিকিৎসকের সঙ্গে। মাথায় এই তীব্র যন্ত্রণা নিয়েও তিনি কীভাবে সব কাজ চালিয়ে যাচ্ছিলেন, তা ভেবে কিছুটা তাজ্জব চিকিৎসক বিনীত কুরিও।

ইশা ফাউন্ডেশনের তরফে এই ভিডিয়ো বার্তা আসার পরই উদ্বেগ বেড়েছিল সদগুরুর অনুগামী ও ভক্তদের মধ্যে। তবে সকলের উৎকণ্ঠা দূর করতে হাসপাতালের বেডে শুয়েই একটি ভিডিয়ো বার্তা শেয়ার করেছেন সদগুরু। ভিডিয়োয় দেখা যাচ্ছে, অপারেশনের পর তাঁর মাথায় সেলাই পড়েছে। তবে সদগুরু নিজস্ব ভঙ্গিমায় সবাইকে আশ্বস্ত করে বলেন, ‘হাসপাতালের নিউরোসার্জেনরা আমার মাথায় কেটে কিছু খোঁজার চেষ্টা করছিলেন। কিন্তু তাঁরা কিছুই পাননি।’ বলে নিজেই কিছুটা হাসেন সদগুরু। তারপর আবার বলেন,’যখন তাঁরা দেখলেন সব খালি, তখন তাঁরা আবার সেলাই করে দিলেন। এখন আমি সেলাই করা মাথা নিয়ে দিল্লিতে রয়েছি, কিন্তু মস্তিষ্কে কোনও ক্ষতি হয়নি।’

Next Article