Russia-Ukraine War: ইউক্রেন যুদ্ধে নেমে বিপাকে পুতিন? সেনা সংকটে জর্জরিত রাশিয়া, দাবি আমেরিকার

TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে

Aug 30, 2022 | 7:38 AM

Russia-Ukraine: মার্কিন আধিকারিক জানিয়েছেন, গত বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেদেশের সেনাবাহিনীর সংখ্যা প্রায় ১০ শতাংশ বাড়িয়ে ১১ লক্ষ ৫০ হাজার করার কথা ঘোষণা করছেন।

Russia-Ukraine War: ইউক্রেন যুদ্ধে নেমে বিপাকে পুতিন? সেনা সংকটে জর্জরিত রাশিয়া, দাবি আমেরিকার
ভ্লাদিমির পুতিন। ফাইল চিত্র

Follow Us

ওয়াশিংটন: প্রায় ছ’মাসেরও বেশি সময় ধরে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলছে। প্রচুর ক্ষয়ক্ষতি ও প্রাণহানি সত্ত্বেও এখনও অবধি যুদ্ধ থামার কোনও লক্ষণ নেই। এই অবস্থা রাশিয়াকে নিয়ে তাৎপর্যপূর্ণ দাবি করল মার্কিন যুক্তরাষ্ট্র। সিনিয়র মার্কিন প্রতিরক্ষা আধিকারিক শনিবার জানিয়েছেন, ইউক্রেনে লড়াই চালিয়ে যাওয়ার জন্য আরও বেশি সেনা-জওয়ান খুঁজে পেতে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে রাশিয়াকে। বিভিন্ন জেলে সন্ধান চালিয়েও বিশেষ কোনও লাভ হচ্ছে না। এমনকী প্রশিক্ষণের অভাবও রাশিয়ান সেনাবাহিনীর মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বলেই জানিয়েছেন ওই মার্কিন প্রতিরক্ষা আধিকারিক।

মার্কিন আধিকারিক জানিয়েছেন, গত বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেদেশের সেনাবাহিনীর সংখ্যা প্রায় ১০ শতাংশ বাড়িয়ে ১১ লক্ষ ৫০ হাজার করার কথা ঘোষণা করছেন। জানুয়ারি মাস থেকে এই প্রক্রিয়া শুরু হবে। মার্কিন প্রতিরক্ষা আধিকারিকের মতে, ইউক্রেনে আক্রমণ করার ছ’মাসের মধ্যে রুশ সেনাকর্মীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে এবং অনেকে যুদ্ধ মারাত্মক আহত হয়ে কাজ করার ক্ষমতা হারিয়েছেন। সেই কারণে সেনা-জওয়ানের সংখ্যা বাড়াতে উদ্যোগী হয়েছেন খোদ রুশ প্রেসিডেন্ট। ওই মার্কিন আধিকারিক জানিয়েছেন, মার্কিন প্রতিরক্ষা সংস্থা পেন্টাগন মনে করছে, রাশিয়ার এই উদ্যোগ সফল হওয়ার সম্ভাবনা কম কারণ বরারই রাশিয়াতে পর্যাপ্ত কর্মীর সংখ্যা প্রয়োজনের তুলনায় কম।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই মার্কিন প্রতিরক্ষা আধিকারিক সাংবাদিকদের বলেন, “রাশিয়া ইতিমধ্যে নিয়োগ প্রক্রিয়া ব্যাপ্তি ঘটনোর চেষ্টা শুরু করে দিয়েছে। এমনকী নিয়োগের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমাও তুলে দেওয়া হয়েছে। জেলবন্দিদেরও সেনাবাহিনীতে নিয়োগের প্রক্রিয়া চলছে। যুদ্ধের চলাকালীন এমন অনেককে সেনাবাহিনীতে নিয়োগ করা হয়েছিল, যাঁদের বয়স অত্যাধিক বেশি অথবা তাঁরা যথাযথভাবে প্রশিক্ষিত নন।” ওই আধিকারিক জানিয়েছেন, যুদ্ধ শুরুর সময়ও রাশিয়ার মোট সৈন্য সংখ্যা তাদের ১০ লক্ষের লক্ষ্যমাত্রার তুলনায় ১ লক্ষ ৫০ হাজার জন কম ছিল। অগস্ট মাসে মার্কিন প্রতিরক্ষা বিভাগের আন্ডার সেক্রেটারি কলিন কাহল জানিয়েছিলেন, ইউক্রেন আক্রমণের পর রাশিয়ান বাহিনীর প্রায় ৭০-৮০ হাজার সেনা জওয়ানের মৃত্যু হয়েছে।

Next Article