AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Russia-Ukraine Conflict Video Blog: ‘প্লিজ ট্রেনে উঠতে দিন’, বিধ্বস্ত খারকিভ ছাড়ার সময় ভারতীয়দের করুণ আর্জি

| Edited By: | Updated on: Mar 03, 2022 | 11:45 PM
Share

Russia-Ukraine Conflict Video Blog: দেশের বিভিন্ন প্রান্তে বাঙ্কার, বম্ব শেল্টারেও আশ্রয় নিয়েছেন লক্ষ লক্ষ মানুষ। পুড়ে ছাই হাসপাতাল, স্কুল। একদিকে যেমন দেশজুড়ে ধ্বংসলীলার চিত্র ধরা পড়েছে, অন্যদিকেই আবার সাধারণ মানুষের দুর্দশার ছবিও ফুটে উঠেছে, যা হৃদয়ে মোচড় ধরায়। 

Russia-Ukraine Conflict Video Blog: 'প্লিজ ট্রেনে উঠতে দিন', বিধ্বস্ত খারকিভ ছাড়ার সময় ভারতীয়দের করুণ আর্জি
ছবি: সোশ্যাল মিডিয়া

অষ্টম দিনে পড়ল ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ। ইউক্রেনের উপর ক্রমাগত অভিঘাত বাড়িয়েই চলছে রাশিয়া। ইতিমধ্য়েই ইউক্রেনের খেরসন দখল করে নিয়েছে রুশ সেনা। ক্রমাগত সংঘর্ষ চলছে কিয়েভ, খারকিভের মতো শহরগুলিতে। এক সপ্তাহেই দেশছাড়া হয়েছেন কমপক্ষে ১০ লক্ষ ইউক্রেনবাসী। দেশের বিভিন্ন প্রান্তে বাঙ্কার, বম্ব শেল্টারেও আশ্রয় নিয়েছেন লক্ষ লক্ষ মানুষ। পুড়ে ছাই হাসপাতাল, স্কুল। একদিকে যেমন দেশজুড়ে ধ্বংসলীলার চিত্র ধরা পড়েছে, অন্যদিকেই আবার সাধারণ মানুষের দুর্দশার ছবিও ফুটে উঠেছে, যা হৃদয়ে মোচড় ধরায়।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 03 Mar 2022 07:10 PM (IST)

    বিস্ফোরক রাশিয়ান সাংসদ

    ইউক্রেনে রাশিয়ার আক্রমণ ইতিমধ্যেই ৬ দিন অতিক্রান্ত হয়েছে। এরমাঝেই বিস্ফোরক মন্তব্য করলেন রাশিয়ান সাংসদ। রুশ সাংসদ রিফাত শায়খুতদিনভ জানিয়েছেন, আমরা অনেক দিন ধরেই যুদ্ধের প্রস্তুতি নিচ্ছি, কেউ যদি মনে করেন হঠাৎ করেই রাশিয়া ইউক্রেন আক্রমণ করেছেন, সেটা নয়। ১২ মাস ধরে এর প্রস্তুতি চলছে।

  • 03 Mar 2022 06:57 PM (IST)

    ট্রেনে ওঠার জন্য করুণ আবেদন ভারতীয়দের

    বুধবারই ভারত সরকারের তরফে চরম সতর্কবার্তা দিয়ে রেখেছে, এ দিন স্থানীয় সময় সন্ধে সাড়ে ৬টার মধ্যে খারকিভ ছাড়তে হবে প্রবাসী ভারতীয়দের। ইউক্রেনে ভারতীয় দূতাবাস জানায়, যেভাবেই হোক খারকিভ ছাড়তে হবে। ট্রেন-বাসের মতো গণপরিবহণ না মিললে হেঁটেই এই শহর ছাড়তে হবে। এমন নির্দেশে রীতিমতো উত্তেজনা ছড়ায় ভারতীয় ছাত্রদের মধ্যে। উল্লেখিত একটি ভিডিয়োয় দেখা যাচ্ছে, ট্রেনে ওঠার জন্য কাকুতি-মিনতি করছেন বেশ কয়েক ভারতীয়। আফ্রিকানও রয়েছে সেখানে। কিন্তু ইউক্রেনিয়রা তাঁদের উঠতে দিচ্ছে না বলে অভিযোগ। এই ভিডিয়ো রীতিমতো ভাইরাল হয়।

  • 03 Mar 2022 05:19 PM (IST)

    মা-কে কাতর আবেদন ইউক্রেনের হাতে বন্দি রুশ সেনার

    ইউক্রেনে রুশ আক্রমণের পর থেকে একের পর এক হৃদয় বিদারক ভিডিয়ো সামনে চলে এসেছে। কখনও দেখা গিয়েছে রাস্তায় পড়ে রয়েছে ইউক্রেন সেনার মৃতদেহ কখনও আবার দেখা গিয়েছে ইউক্রেনের হাতে বন্দি রুশ সেনা জওয়ানকে শুশ্রূষা করছেন সাধারণ ইউক্রেনিয়রা। এমনই আরও এক ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। সেখানে দেখা যাচ্ছে ইউক্রেন সেনার হাতে বন্দি এক রুশ সেনা জওয়ানকে কোনও একটি দফতরে বসিয়ে রাখা হয়েছে। ইউক্রেনের হাতে বন্দি হওয়ার পর হয়ত তিনি নিজের পরিবার, তথা নিজের মা-এর সঙ্গে কথা বলতে চেয়েছেন। কারণ শত বিপদে সন্তান তো নিজের মা-কেই সব থেকে বড় ঢাল বলে মনে করেন।

    ভিডিয়োতে ও রুশ সেনা জওয়ান ভিডিয়ো কলে তাঁর মা-কে কাতর আবেদন করছেন। সন্তানের এই অবস্থা দেখে প্রথমেই আতকে ওঠেন মা, চিৎকার করে কাঁদতে থাকেন। পরে কিছুটা ধাতস্থ হলে সন্তান তাঁর মা কে বলেন, ‘মা আমাদের পুতিনের বিরুদ্ধে  রুখে দাঁড়াতে হবে।’ ওই রুশ জওয়ান বলতে চেয়েছেন ব্যক্তি স্বার্থ কায়েমের জন্য রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে যুদ্ধের খেলায় নেমেছেন তাতে শুধুমাত্র দেশের সন্তানদের মৃত্যুই হবে।

  • 03 Mar 2022 03:53 PM (IST)

    ভিডিয়ো: মুর্হুমুহু সাইরেন, এলোপাথারি গুলি-বোমা বর্ষন আর ইউক্রেনিয়দের দেশছাড়ার দ্যোতনা

    এক মিনিট ৫৪ সেকেন্ড। কিয়েভ থেকে খারসন, খারসন থেকে খারকিভ, খারকিভ থেকে লিভিভ- গোটা ইউক্রেনে এই মুহূর্তে কী অবস্থা, তা ধরা পড়েছে নিউ ইয়র্ক টাইমসের টুইটারে পোস্ট করা ওই ছোট্ট ভিডিয়োতে। গোটা যুদ্ধটাই যেন ক্যামেরাবন্দি ওই ভিডিয়োয়। কখনও মুর্হুমুহু সাইরেন, এলোপাথারি গুলি-বোমা বর্ষন আর ইউক্রেনিয়দের দেশছাড়ার দ্যোতনা- এখন এটাই দস্তুর হয়ে উঠেছে ইউক্রেনে। কিয়েভের দোরগোড়ায় কড়া নাড়ছে রুশসেনা। বসতবাড়ি ছেড়ে তল্পিতল্পা গুটিয়ে দিকশূন্যপুরে যাত্রা করছেন আবাল-বৃদ্ধ-বনিতা। মেট্রো স্টেশনে অগনতি মাথা আর দমবন্ধ করা দীর্ঘশ্বাস। খারসানে গেলে দেখা যাচ্ছে বাজপাখির মতো ধেয়ে আসছে যুদ্ধবিমান। ছুড়ছে এদিক-ওদিক গোলা। এ হেন দুর্ধর্ষ পরিস্থিতে গাড়ি চালিয়ে আপ্রাণ বাঁচার চেষ্ট করছেন কোনও এক জনৈক। কতকটা যেন ভিডিয়ো গেমের মতো।

  • 03 Mar 2022 02:43 PM (IST)

    ভিডিয়ো: মারতে এসে ইউক্রেনীয়দের আথিতেয়তায় আপ্লুত রুশ সেনা

    যুদ্ধ শুরু হয়েছে রাশিয়া-ইউক্রেনের মধ্যে। লাগাতার বোমাবর্ষণ হচ্ছে ইউক্রেনের বিভিন্ন প্রদেশে। যমদূত হয়েই ইউক্রেনের অন্দরে প্রবেশ করেছে রুশ সেনা। তবে তারা কী সত্যিই যুদ্ধ করতে চায়? ভাইরাল হওয়া একটি ভিডিয়োয় ধরা পড়ল এমনই এক মানবিক চিত্র। সেখানে এক রুশ সেনা যুদ্ধ করতে গেলেও, ইউক্রেনীয়দের সামনা-সামনি হয়ে আর প্রতিরোধ করতে পারেননি, তাই আত্মসমর্পণ করেন। ভেবেছিলেন, আজই হয়তো তাঁর শেষ দিন। কিন্তু সেরকম কিছুই হল না। বরং প্রবল ঠাণ্ডায় শরীর গরম রাখতে চা ও খাবার দিলেন স্থানীয়রা। যে দেশে আক্রমণ করতে এসেছেন, তাদের আতিথেয়তায় আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়লেন। এমনকি পরিবারের সঙ্গেও ফোনে কথা বলিয়ে দিলেন। এই যুদ্ধ যে ইউক্রেন-রাশিয়ার সাধারণ মানুষের নয়, তারা যুদ্ধ চান না, সেই বার্তাই ফুটে উঠেছে এই ভিডিয়োয়।

Published On - Mar 03,2022 2:14 PM