মস্কো: ভাস্কর্যের মধ্যে ঠাসা ছিল বিস্ফোরক। রবিবার (২ এপ্রিল), সেন্ট পিটার্সবার্গের এক ক্যাফেতে কুখ্যাত পুতিনপন্থী ব্লগার ভ্লাদলেন তাতারস্কি ওরফে ম্যাক্সিম ফোমিনের হাতে ওই ভাষ্কর্যটি তুলে দিয়েছিলেন এক রুশ সুন্দরী। আর এর কিছুক্ষণ পরেই মূর্তিটিতে ঠাসা বিস্ফোরকে ঘটে বিস্ফোরণ। যার জেরে মৃত্যু হয়েছে পুতিন পন্থী তথা ইউক্রেনে রুশ হামলার ঘোর সমর্থক তাতারস্কির। রুশ প্রতিরক্ষা মন্ত্রকের দাবি, ওই ঘাতক সুন্দরী হলেন ২৬ বছর বয়সী দারিয়া ত্রেপোভা। এই রুশ যুবতী, ভ্লাদিমির পুতিন তথা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বিরোধী। ক্রেমলিনের পক্ষ থেকে এই হাই-প্রোফাইল হত্যাকাণ্ডকে নাশকতা বলে চিহ্নিত করা হয়েছে। সোমবার, এই ঘটনায় জড়িত থাকার দায়ে, দারিয়াকে গ্রেফতার করা হয়েছে। ক্রেমলিনের দাবি, এই হত্যাকাণ্ডের পিছনে কারাবন্দী পুতিন-বিরোধী রুশ নেতা আলেক্সি নাভালনির হাত রয়েছে।
মূর্তির ভিতর লুকিয়ে বিস্ফোরক
রবিবার, সেন্ট পিটার্সবার্গের স্ট্রিট ফুড বার নং ১-এ অনুষ্ঠিত একটি রাজনৈতিক আলোচনায় বক্তৃতা রাখছিলেন তাতারস্কি। তারই মধ্যে এক শক্তিশালী বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা রোস্তোরাঁ। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্লগারের। আহত হন রেস্তোরাঁয় উপস্থিত ৩০ জনেরও বেশি মানুষ। তাদের মধ্যে আটজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে রুশ কর্তৃপক্ষ। এই হামলার কিছু আগের সিসিটিভি ক্যামেরার ভিডিয়োতে ধরা পড়েছে, গাঢ় রঙের কোট পরা সোনালি চুলের এক মহিলা, একটি বড় কার্ডবোর্ডের বাক্স নিয়ে ওই ক্যাফেটির বাইরের রাস্তায় হাঁটছেন। রুশ পুলিশের দাবি, ওই বাক্সটিতেই বিস্ফোরক ভর্তি মূর্তিটি ছিল। ক্যাফের ভিতরের আরেকটি ভিডিয়োতে দারিয়ার হাত থেকে তাতারস্কিকে ওই আবক্ষ মূর্তিটি গ্রহণ করতেও দেখা গিয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, মূর্তি পেয়ে খুব খুশি হয়েছিলেন তাতারস্কি। দারিয়া ত্রেপোভাকে তিনি তাঁর টেবিলে বসার জন্য আমন্ত্রণও জানিয়েছিলেন। কিন্তু, দারিয়া তাঁর ‘লজ্জা করছে’ বলে, চলে গিয়েছিলেন। এরপর, একটি সাদা গাড়িতে চড়ে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যান দারিয়া। ওই কথোপকথনের কয়েক মিনিট পরই বিস্ফোরণ ঘটে।
কে এই তাতারস্কি?
ইউক্রেনের দনেস্ক অঞ্চলের বাসিন্দা ছিলেন ৪০ বছরের তাতারস্কি। সূত্রের খবর, একসময় রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের দলে যোগ দিয়েছিলেন তিনি। সশস্ত্র ডাকাতির অপরাধে তাঁর জেলও হয়েছিল। পরবর্তী সময়ে টেলিগ্রাম ব্লগার হিসাবে পরিচিতি পেয়েছিলেন। তাঁর প্রচুর ফলোরার্সও ছিল। ইউক্রেনে পুতিন বাহিনীর সমর্থনে তিনি একের পর এক বিষয়বস্তু পোস্ট করতেন। তিনি অবশ্য রুশ বাহিনী যথেষ্ট আগ্রাসী ভূমিকা নিচ্ছে না বলে, বাহিনীর সমালোচনাও করেছিলেন। গত নভেম্বরে রুশ সৈন্যরা কিছুটা পিছু হটার পর, খেরসন পরিদর্শনে এসেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সেই সময়ই তাঁকে ড্রোন হব্যবহার করে হত্যা করতে চেয়েছিলেন তাতারস্কি। ওয়াগনার নামে পরিচিত রাশিয়ার ভয়ঙ্কর ভাড়াটে সৈন্য গোষ্ঠীর প্রতিষ্ঠাতা ইয়েভজেনি প্রিগোজিনের সঙ্গেও তাতারস্কির ঘনিষ্ঠ সম্পর্ক ছিল।
ব্য়বহার করা হয়েছে দারিয়াকে?
অন্যদিকে, তাতারস্কিকে হত্যার জন্য অভিযুক্ত দারিয়া ত্রেপোভা, বরাবরই ইউক্রেন যুদ্ধের বিরোধী। রাশিয়ার সরকারি সংবাদ সংস্থা তাস জানিয়েছে, এর আগেও ইউক্রেন যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য তাঁকে আটক করা হয়েছিল। আনুষ্ঠানিকভাবে রাশিয়া যেদিন ইউক্রেন হামলা শুরু করেছিল, ওই দিনই এক যুদ্ধবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার জন্য তাঁকে গৃহবন্দি করা হয়েছিল। রুশ পুলিশ জানিয়েছে, তাতারস্কি হত্যার পর দারিয়া, সেন্ট পিটার্সবার্গে অবস্থিত তাঁর স্বামীর এক বন্ধুর অ্যাপার্টমেন্টে লুকিয়ে ছিলেন। তিনি উজবেকিস্তানে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। তবে, আটকের পর, পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে তাতারস্কিকে বিস্ফোরক ভরা মূর্তিটি উপহার দেওয়ার কথা স্বীকার করেছেন তিনি। যদিও আটকের সময় তিনি দাবি করেছেন, মূর্তিটি তাতারস্কির হাতে তুলে দেওয়ার জন্য তাঁকে ব্যবহার করা হয়েছে।