Putin Apologies: ‘আমার পিছনে কুকুর লেলিয়ে, মজা নিচ্ছিল পুতিন’, কী হয়েছিল সেই দিন?

Nov 29, 2024 | 7:20 PM

Putin Apologies: মার্কেল তার স্মৃতিকথায় ২০০৭ সালের সেই ঘটনা সম্পর্কে লেখেন, "আমি পুতিনের মুখের অভিব্যক্তি থেকে বলতে পারি, ওঁ পুরো বিষয়টি উপভোগ করছিল।"

Putin Apologies: আমার পিছনে কুকুর লেলিয়ে, মজা নিচ্ছিল পুতিন, কী হয়েছিল সেই দিন?
কুকুরকে দেখে ভীত অ্যাঞ্জেলা মার্কেল।

Follow Us

জার্মানির চ্যানসেলর অ্যাঞ্জেলা মার্কেল। তাঁর পিছনেই নাকি কুকুর লেলিয়ে দিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার সেই কারেণ সাবেক জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলের কাছে ক্ষমা চেয়েছেন পুতিন। কিন্তু কেন এমন করলেন তিনি? কী হয়েছিল সেই দিন?

২০০৭ সালে একটি বৈঠকের উদ্দেশ্যে পুতিনের সঙ্গে দেখা করেন জার্মানির সাবেক চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল। কিন্তু অভিযোগ তখনই নাকি পোষা ল্যাব্রাডরকে অ্যাঞ্জেলার পিছনে লেলিয়ে দিয়েছিলেন পুতিন।

সম্প্রতি প্রকাশিত তাঁর স্মৃতিকথায় সেই ঘটনার কথাও উল্লেখ করেছেন মার্কেল। তিনি বলেন পুতিন ‘শক্তির প্রদর্শন’ করতেই ইচ্ছা করে তাঁর পোষ্যকে নিয়ে আসেন। মার্কেলকে ভীত এবং অস্বস্তিতে দেখে আনন্দিত হন পুতিন।

বৃহস্পতিবার কাজাখের রাজধানী আস্তানাতে একটি সাংবাদিক সম্মেলনে ক্রেমলিন প্রধান এই বিষয়ে বলেন, “আমি জানতাম না যে ও কুকুরকে ভয় পায়।”

পুতিন আরও বলেন, “আমি আবারও সংবাদ মাধ্যমের সাহায্যে জানাতে চাই ‘অ্যাঞ্জেলা, দয়া করে আমাকে ক্ষমা করে দিন। আমার কোনও খারাপ অভিসন্ধি ছিল না। আমি বৈঠকের পরিবেশ আরও সুন্দর করে তুলতে চেয়েছিলাম।”

রাশিয়ার সোচিতে ২০০৭ সালের বৈঠকের ছবিগুলি দেখলে দেখা যায় পুতিনের পোষ্য কালো ল্যাব্রাডর রিট্রিভার কোনি সর্বত্র ঘুরে বেড়াচ্ছে, এবং জার্মান নেতা তার চেয়ারে ভীত অবস্থায় বসে আছেন।

মার্কেল তার স্মৃতিকথায় ২০০৭ সালের সেই ঘটনা সম্পর্কে লেখেন, “আমি পুতিনের মুখের অভিব্যক্তি থেকে বলতে পারি, ওঁ পুরো বিষয়টি উপভোগ করছিল।”

প্রসঙ্গত, কুকুর অনুরাগী হিসেবে বিশেষ পরিচিত পুতিন। নানা দেশ থেকে তিনি কুকুর নিয়ে আসেন। সের্গেই শোইগুর কাছ থেকে কোনিকে উপহার হিসেবে পেয়েছিলেন, পুতিন। পরে সেই সের্গেই শোইগু প্রতিরক্ষা মন্ত্রী হন।

Next Article