আমেরিকায় প্রথম করোনা ভ্যাকসিন পেলেন নিউ ইয়র্কের নার্স! ট্রাম্প লিখলেন, “অভিনন্দন বিশ্ব”

সুমন মহাপাত্র |

Dec 14, 2020 | 11:50 PM

প্রতিষেধক নিয়ে লিন্ডসে জানান, এই ভ্যাকসিন অন্য ভ্যাকসিনের মতোই। তিনি বলেছেন, "আমার দারুণ অনুভূতি। বেশ ভাল লাগছে।"

আমেরিকায় প্রথম করোনা ভ্যাকসিন পেলেন নিউ ইয়র্কের নার্স! ট্রাম্প লিখলেন, অভিনন্দন বিশ্ব
সান্দ্রা লিন্ডসে। (ছবি সৌজন্যে: নিউ ইয়র্ক টাইমস)

Follow Us

নিউ ইয়র্ক: সোমবার থেকেই টিকাকরণ শুরু হয়ে গেল আমেরিকায় (USA)। সে দেশে প্রথম করোনা প্রতিষেধক নিলেন নিউ ইয়র্কের (New York) এক নার্স। মার্কিন সময় অনুযায়ী সোমবার সকাল সাড়ে নটার আগেই করোনা প্রতিষেধক নিলেন লং আইল্যান্ড মেডিক্যাল সেন্টারের নার্স সান্দ্রা লিন্ডসে (Sandra Lindsay)। তাঁর টিকাকরণের পর টুইটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেখেন, “প্রথম ভ্যাকসিন দেওয়া হয়ে গিয়েছে। অভিনন্দন আমেরিকা! অভিনন্দন বিশ্ব।”

প্রতিষেধক নিয়ে লিন্ডসে জানান, এই ভ্যাকসিন অন্য ভ্যাকসিনের মতোই। তিনি বলেছেন, “আমার দারুণ অনুভূতি। বেশ ভাল লাগছে।” সে দেশে প্রথম করোনা প্রতিষেধক পেয়ে তিনি এ-ও বলেন, “আমি আশা করি কঠিন সময় শেষ হতে চলেছে। আমি সকলকে বলতে চাই ভ্যাকসিন নিরাপদ।” লিন্ডসের টিকাকরণ ভিডিয়ো কলে দেখেন গভর্নর অ্যান্ড্রিউ কুমো। তিনি লিন্ডসেকে বলেছেন, “এই প্রতিষেধক তাঁকে ও সকল স্বাস্থ্যকর্মীকে নিরাপত্তা দেবে।” পাশাপাশি তিনি এ-ও জানান, সকলের কাছে প্রতিষেধক পৌঁছতে আরও কয়েক মাস সময় লাগবে। সেক্ষেত্রে এখন সামাজিক দূরত্ব মেনে চলার কথা ভুললে চলবে না।

আরও পড়ুন: ভারতে চলছে ট্রায়াল! ৯১.৪ শতাংশ কার্যকরিতার দাবি করল স্পুটনিক-ভি

করোনায় সারা বিশ্ব ক্ষতিগ্রস্ত হলেও সবচেয়ে বেশি ধাক্বা খেয়েছে আমেরিকা। যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্ত হয়েছেন ১ কোটি ৬৭ লক্ষেরও বেশি মানুষ। সে দেশে কোভিডের কবলে প্রাণ হারিয়েছেন ৩ লক্ষাধিক মানুষ। প্রতিষেধকের প্রয়োগে সেই মৃত্যু মিছিল রোখা যাবে বলে আশাবাদী ট্রাম্প প্রশাসন।

Next Article