ভারতে চলছে ট্রায়াল! ৯১.৪ শতাংশ কার্যকরিতার দাবি করল স্পুটনিক-ভি

সুমন মহাপাত্র |

Dec 14, 2020 | 11:07 PM

ভারতে ট্রায়াল চলছে স্পুটনিক-ভির, তাই ভারতেও স্পুটনিকের  অনুমোদন চেয়ে আবেদন করার সম্ভাবনা খারিজ করে দিচ্ছেন না বিশেষজ্ঞরা।

ভারতে চলছে ট্রায়াল! ৯১.৪ শতাংশ কার্যকরিতার দাবি করল স্পুটনিক-ভি
প্রতীকী চিত্র

Follow Us

মস্কো: ব্রিটেন, আমেরিকা, কানাডা-সহ একাধিক দেশে আপদকালীন অনুমোদন পেয়েছে ফাইজ়ারের করোনা প্রতিষেধক। দুটি দেশে ইতিমধ্যেই শুরু হয়েছে ফাইজ়ারের টিকাকরণ। এর মধ্যেই দারুণ কার্যকরিতার দাবি করল স্পুটনিক ভি (Sputnik V)। সোমবার গবেষকরা দাবি করেছেন ট্রায়ালের ফলে স্পুটনিক প্রায় ৯১.৪ শতাংশ কার্যকরিতা দেখিয়েছে।

এখন বেলারুস, সংযুক্ত আরব আমিরশাহি, ভেনেজুয়েলা ও ভারতে স্পুটনিক-ভির ট্রায়াল চলছে। সোমবার গামালেয়া ইনস্টিটিউট ও রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড (RDIF) বিবৃতি দিয়ে জানিয়েছে, ট্রায়ালে অংশগ্রহণকারী ২২ হাজার ৭১৪ জনের মধ্যে ৭৮ জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে। যার মধ্যে ৬২ জন এমন যাঁদের উপর স্পুটনিক-ভি প্রয়োগ করা হয়নি। ১৬ জন ভ্যাকসিন নিয়েও করোনা আক্রান্ত হয়েছেন। সেখান থেকেই ৯১.৪ শতাংশ কার্যকরিতার সিদ্ধান্তে পৌঁছেছেন গবেষকরা। ইতিমধ্যেই এই তথ্য একটি আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে।

আরও পড়ুন: এশিয়ায় প্রথম! সিঙ্গাপুরেও অনুমোদন পেল ফাইজ়ার

সেই ভিত্তিতেই বিভিন্ন দেশে করোনা প্রতিষেধকের অনুমোদন চেয়ে আবেদন করবে গামালেয়া ইনস্টিটিউট। ভারতে ট্রায়াল চলছে স্পুটনিক-ভির, তাই ভারতেও স্পুটনিকের  অনুমোদন চেয়ে আবেদন করার সম্ভাবনা খারিজ করে দিচ্ছেন না বিশেষজ্ঞরা। রাশিয়ায় টিকাকরণ প্রক্রিয়ায় ইতিমধ্যেই ১ লক্ষ মানুষ করোনার প্রতিষেধক পেয়েছেন। গামালেয়া ইনস্টিটিউটের ডিরেক্টর আলেকজেন্ডার গ্লিন্টসবার্গ বলেছেন, “আমি বিশ্বাস করি ২০২১ সালের মধ্যে রাশিয়ার বেশির ভাগ মানুষই করোনা প্রতিষেধর পেয়ে যাবেন।”

Next Article