এশিয়ায় প্রথম! সিঙ্গাপুরেও অনুমোদন পেল ফাইজ়ার

লি জানিয়েছেন, সে দেশের ৫৭ লক্ষ মানুষ ২০২১ সালের কয়েক মাসের মধ্যেই করোনা প্রতিষেধক পেয়ে যাবেন।

এশিয়ায় প্রথম! সিঙ্গাপুরেও অনুমোদন পেল ফাইজ়ার
ফাইল ছবি
Follow Us:
| Updated on: Dec 14, 2020 | 10:21 PM

সিঙ্গাপুর: এশিয়ায়ও অনুমোদন পেল ফাইজ়ার (Pfizer)। এশিয়ার মধ্যে প্রথম দেশ হিসাবে সিঙ্গাপুর অনুমোদন দিল ফাইজ়ারের করোনা প্রতিষেধককে। বছর শেষের আগেই সিঙ্গাপুরে করোনা প্রতিষেধক চলে আসবে বলেও আশাবাদী সে দেশের প্রধানমন্ত্রী লি সিয়েন লুং।

লি জানিয়েছেন, সে দেশের ৫৭ লক্ষ মানুষ ২০২১ সালের কয়েক মাসের মধ্যেই করোনা প্রতিষেধক পেয়ে যাবেন। তবে টিকাকরণ আবশ্যক হবে না সে দেশে। প্রথমে করোনা প্রতিষেধক পাবেন সরকারি কর্মচারী, স্বাস্থ্যকর্মী ও গুরুতর অসুস্থ বয়স্ক ব্যক্তিরা। সংবাদ প্রধানমন্ত্রী বলেছেন, “আমি এবং আমার সহকর্মীরা খুব শীঘ্রই করোনার প্রতিষেধক নেব। আমার মতো বয়স্ক ব্যক্তিরা যে করোনা প্রতিষেধকে নিরাপদ সেটা বোঝানোর জন্যই করোনা প্রতিষেধক নেব।”

আরও পড়ুন: টিকল না যুদ্ধবিরতি! আর্মেনিয়াকে ‘ধ্বংস’ করে দেওয়ার হঁশিয়ারি আজারবাইজানের

তবে ফাইজ়ার ছাড়াও মডার্না ও সিনোভ্যাকের সঙ্গেও করোনা প্রতিষেধক নিয়ে চুক্তি করেছে সিঙ্গাপুর। এর আগে ফাইজ়ারের করোনা প্রতিষেধককে অনুমোদন দিয়েছে ব্রিটেন, বাহরাইন, কানাডা, আমেরিকা-সহ একাধিক দেশ। ইতিমধ্যে টিকাকরণ শুরু হয়েছে ব্রিটেনে। আমেরিকাতেও শুরু হয়েছে টিকাকরণ।