রিয়াধ: সৌদি আরব, রক্ষণশীল মুসলিম দেশ হিসেবেই পরিচিত। মধ্য প্রাচ্যের এই দেশটি বর্তমানে, বিভিন্ন সংস্কারের মধ্য দিয়ে যাচ্ছে। মহম্মদ বিন সলমন সেই দেশের ক্রাউন্ড প্রিন্স হওয়ার পর থেকে, তেল অর্থনীতির গণ্ডি কাটিয়ে, অর্থনৈতিক সংস্কারের মন দিয়েছে সৌদি। মহিলাদের উপর আগে অনেক বিধিনিষেধ জারি ছিল, তার অনেকগুলিই বাতিল করেছেন শাহজাদা। মহিলাদের রঙিন আবায়া পরার অনুমতি দেওয়া হয়েছে, গাড়ি তালানোর লাইসেন্স দেওয়া হচ্ছে। তাই বলে প্রকাশ্যে মহিলাদের নিতম্বে স্পর্শ করা? এই ধরনের অসভ্যতার বিরুদ্ধে কড়া সাজার বিধান আছে সৌদিতে। সমস্যা হল, সাজা দেওয়া যায় মানুষকে, কিন্তু রোবটের ক্ষেত্রে কী হবে? এই সংকটেই পড়েছে সৌদি আরব।
ঘটনা হল, সম্প্রতি এক অনুষ্ঠানে সৌদি আরবের প্রথম পুরুষ রোবট এক অনুষ্ঠানে এক মহিলা সাংবাদিকের নিতম্ব স্পর্শ করে। তার এই ‘অনুপযুক্ত আচরণ’ সৌদি সমাজে এবং সোশ্যাল মিডিয়া এক অযাচিত বিতর্কের জন্ম দিয়েছে। অনুষ্ঠানের এক ফুটেজ অনলাইনে ভাইরাল হয়েছে। ভিডিয়ো ফুটেজে দেখা যাচ্ছে, আরবের চিরাচরিত ঝোলা পোশাকে রয়েছে রোবটটি। তার পাশে আকাশি পোশাকে রোবটটিকে উপস্থাপন করছেন এক মহিলা সাংবাদিক। অনুষ্ঠান চলাকালীন, আচমকা রোবটটি সামান্য মাথা নাড়িয়ে, তারপর হাত বাড়িয়ে ওই মহিলা সাংবাদিকের নিতম্ব স্পর্শ করছে।
Saudi Arabia unveils its man shaped AI robot Mohammad, reacts to reporter in its first appearance pic.twitter.com/1ktlUlGBs1
— Megh Updates 🚨™ (@MeghUpdates) March 6, 2024
এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় হইচই ফেলে দিয়েছে। ঘটনাটি ঘটেছে ৪ মার্চে। ওই দিন সৌদির রাজধানী রিয়াধে ‘ডিপফেস্ট’ অনুষ্ঠানে রোবটটিকে প্রথমবার জনসমক্ষে আমা হয়েছিল। আর তারপরই, ঘটে যায় এই অবাঞ্ছিত ঘটনা। ভিডিয়োটিকে ঘিরে জোর বিতর্ক তৈরি হয়েছে। অনেকেই দাবি করেছেন, রোবটটি ওই মহিলা সাংবাদিককে যৌন হেনস্থা করেছে। অনেকেই রোবটটির আচরণ অত্যন্ত ভয়ের বলেছেন। কেউ কেউ রোবটটিকে সরাসরি ‘উমেনাইজার’ (মেয়ে পাগল) এবং ‘পার্ভার্ট রোবট’ (বিকৃতমনস্ক) বলেছেন। কেউ কেউ বিশ্বাসই করতে পারছেন না, কোনও রোবট এমনটা করতে পারে।
সমস্যা হল, রোবট বা যন্ত্রমানবের তো মন থাকে না। থাকে, কৃত্রিম বুদ্ধিমত্তা। কাজেই সে বিকৃতমনস্ক কীভাবে হবে? কেউ কেউ প্রশ্ন তুলেছেন, “রোবটটির কৃত্রিম বুদ্ধিমত্তাকে কে প্রশিক্ষণ দিয়েছে?” সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের একাংশ বলেছেন, রোবটটি তো আর ইচ্ছা করে এই আচরণ করেনি। এটা সম্ভবত প্রোগ্রামিং-এর কোন ত্রুটি। ব্যাকএন্ড ডেভেলপারদের রোবটটিকে নিখুঁত করতে আরও খাটতে হবে। প্রসঙ্গত, কিউএসএস সিস্টেমস নামে এআই প্রযুক্তিকে কাজে লাগিয়ে সৌদি এই রোবটটি তৈরি করেছে। নাম দেওয়া হয়েছে মহম্মদ। সৌদি আরবের প্রযুক্তিগত অগ্রগতি প্রদর্শনের জন্যই ডিপফেস্টে এর প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। মহম্মদ, সৌদির প্রথম পুরুষ রোবট। এই রোবট দুটি ভাষায় কথা বলতে পারে।