কায়রো: গত সপ্তাহেই মিশরের লোহিত সাগরের তীরবর্তী এক রিসর্টের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। সেই ভিডিয়োতে ধরা পড়েছিল এক মর্মান্তিক দৃশ্য, এক রুশ পর্যটকের উপর হামলা করেছিল একটি ‘টাইগার শার্ক’ গোত্রের হাঙর। এক সপ্তাহ যেতে না যেতেই সেই হাঙরটির থেকেও ভয়ঙ্কর চেহারা দেখা গেল মানুষের। মিশরের স্থায়ী সংবাদমাধ্যমগুলির প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় মানুষ ওই হাঙরটিকে জাল দিয়ে ধরে তাকে পিটিয়ে পিটিয়ে নির্মমভাবে হত্যা করেছে। যদিও এই হাঙরটিই ওই রুশ পর্যটকের মৃত্যুর জন্য দায়ী কিনা, সেই বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। এই দুই ঘটনার পর, এই বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছে মিশর সরকার। নিহত হাঙরটিই রুশ পর্যটকের হত্যাকারী কিনা, তা যাচাই করার পাশাপাশি, কেন ওই হাঙরটি রুশ পর্যটকের উপর হামলা চালাল – দুটি দিকই তদন্ত করে দেখা হবে।
এই ঘটনার সূত্রপাত হয়েছিল গত বৃহস্পতিবার (৮ জুন)। মিশরের হুরগাদা শহরে এক রিসর্ট সংলগ্ন লোহিত সাগরের জলে সাঁতার কাটছিলেন ২৩ বছর বয়সী ভ্লাদিমির পপভ। আচমকা তাঁকে হামলা করেছিল একটি টাইগার শার্ক। ওই অঞ্চলে এই প্রজাতির হাঙর দেখা গেলেও, তারা সাধারণত মানুষকে আক্রমণ করে না। পারে দাঁড়িয়ে থাকা অন্যান্য পর্যটকদের আতঙ্কিত দৃষ্টির সামনেই, হাঙরটি পপভের শরীরে একের পর এক কামড় বসাতে থাকে। সোশ্যাল মিডিয়ায় ঘটনার যে ভিডিয়ো ছড়িয়ে পড়েছিল, তাতে দেখা যাচ্ছে, বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করছে পপভ। সে চিৎকার করছে, সাহায্য চাইছে, হামলাকারী হাঙ্গরটি থেকে সাঁতার কেটে দূরে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু, তার চারপাশে প্রদক্ষিণ করছে হাঙরটি। প্রত্যক্ষদর্শীদের দাবি অনুযায়ী, পপভকে নিয়ে প্রায় দুই ঘন্টা ধরে ‘খেলা করেছিল’ টাইগার শার্কটি। তারপর, তার দেহ টেনে জলের নীচে নিয়ে যায়। নেট দুনিয়ায় হইচই ফেলে দিয়েছিল এই ভিডিয়োটি।
A video a young man devoured by a tiger shark in Egypt ?? pic.twitter.com/T3g2oOryeA
— Aviwe Ndabazipheli (@Aviwe_ii) June 9, 2023
এই ঘটনার পর থেকে ওই হাঙরটিকে মারার প্রস্তুতি নিচ্ছিল স্থানীয়রা। মিশরের সংবাদমাধ্যমগুলির প্রতিবেদন অনুযায়ী, চলতি সপ্তাহান্তে তারা নৌকা নিয়ে ওই ঘাতক হাঙরটির সন্ধানে অভিযান চালিয়েছিল সমুদ্রে। একটি মাছ ধরার জালে সেটিকে ধরে তারা পারে তুলে আনে। তারপর, সেটিকে লাঠি, লোহার রডের মতো অস্ত্র দিয়ে আঘাত করে করে মেরে ফেলেছে। এই হাঙরটিই পপভের ঘাতক কিনা, তা নিশ্চিত না হলেও, প্রতিশোধের রাগ গিয়ে পড়েছে তার উপরই। হাঙরটিকে পিটিয়ে মারার একটি ভিডিয়োও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই ভিডিয়ো ক্লিপে দেখা যাচ্ছে, সমুদ্র সৈকতে একটি নৌকার পাশে একটি বড় মাপের টাইগার শার্ক পড়ে আছে। আর লোহার রড দিয়ে হাঙ্গরটির মাথার বারবার আঘাত করা হচ্ছে। তার মুখ হাঁ করানোর চেষ্টা করা হচ্ছে।
The tiger shark that killed a tourist in Egypt was caught and killed. Locals weren’t happy about the shark attack. pic.twitter.com/nvHVhJH3O0
— AlAudhli العوذلي (@AAudhli) June 9, 2023
গত বৃহস্পতিবারের ওই ঘটনার পর, স্থানীয় কর্মকর্তারা উপকূলরেখা বরাবর ৭৪ কিলোমিটার দীর্ঘ এলাকা বন্ধ করে দিয়েছিল। রবিবার পর্যন্ত সাঁতার বা অন্যান্য জলক্রীড়া বন্ধ রাখা হয়েছিল। পটিয়ে মারা হাঙরটিই ওই ঘাতক হাঙর কিনা, সেই বিষয়টি নিশ্চিত না করা গেলেও, মিশরের পরিবেশ মন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে, টাইগার শার্কটি ধরা পড়েছে। এই ‘বিরল আক্রমণের’ কারণ কী, এই বিষয়ে তদন্তের জন্য একটি পরীক্ষাগারে নিয়ে গিয়ে সেটিকে পরীক্ষা করা হবে। তাছাড়া, এটি অন্য কোনও ঘটনার জন্য দায়ী কিনা, সেই বিষয়েও তদন্ত করবেন গবেষকরা।