বাংলাদেশ: ভারতের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে তৈরি হয়েছে অন্তর্বর্তী সরকার। গত সোমবারই সে দেশের সেনাবাহিনী জানিয়ে দিয়েছিল যে, শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়েছেন। তারপরই অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়। সেই সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন নোবেলজয়ী মহম্মদ ইউনুস। ইতিমধ্যেই শপথ গ্রহণ করছেন ইউনুস ও নতুন মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা। তার ঠিক পরেই বিস্ফোরক দাবি করলেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। ওয়াশিংটন থেকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন দাবি করেছেন তিনি।
রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে জয় বলেছেন, “বাংলাদেশের সংবিধান অনুযায়ী হাসিনাই এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী।” উল্লেখ্য, বাংলাদেশে ছেড়ে এসে বর্তমানে ভারতে রয়েছেন শেখ হাসিনা ও তাঁর বোন রেহানা। কেন্দ্রীয় সরকার তাঁর নিরাপত্তার ব্যবস্থা করেছে।
কেন এমন দাবি করলেন জয়? তিনি বলেছেন, “আমার মা কখনও আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেননি। তিনি সময়ই পাননি পদত্যাগ করার।” তিনি আরও জানান, শেখ হাসিনা দেশবাসীর উদ্দেশে বিবৃতি দিয়ে পদত্যাগ করার কথা ভেবেছিলেন। কিন্তু তার মধ্যে গণভবনের দিকে রওনা হন আন্দোলনকারীরা। সেই সময় বাংলাদেশ ছাড়াপ সিদ্ধান্ত নিতে হয় হাসিনাকে। এমনকী ব্যাগও গোছানোর সময় পাননি বলে দাবি ছেলে জয়ের।
উল্লেখ্য, গত সোমবার বিকেল ৪টে নাগাদ বাংলাদেশের সেনাপ্রধান জানান যে শেখ হাসিনা পদত্য়াগ করে বাংলাদেশ ছেড়ে চলে গিয়েছেন। ওইদিন দুপুর আড়াইটা নাগাদ বাংলাদেশ ছেড়ে ভারতের দিকে রওনা হন শেখ হাসিনা। বাংলাদেশের বায়ুসেনার বিমান তাঁকে দিল্লির কাছে হিন্দন এয়ারবেসে পৌঁছে দেয়। পরে বাংলাদেশে ফিরে যায় সেই বিমান।
আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)