Sheikh Hasina Verdict: হাসিনার ফাঁসির সাজা হতেই ফের জ্বলে উঠল ঢাকা
Sheikh Hasina Verdict: সোমবার সকালেই হাসিনার পৈতৃক ভিটের সামনেই সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। মোতায়েন হয় বিপুল সেনা। কিন্তু কেন? ঢাকা সূত্রে জানা গিয়েছে, বুলডোজার নিয়ে সেই বাড়ির ধ্বংসাবশেষ ভেঙে দিতে আসে এক দল প্রতিবাদী। বুলডোজ়ার নিয়ে ঢুকে পড়ে তাঁরা। তখনই ‘ঢাল’ হয়ে রুখে দাঁড়ায় পুলিশ।

ঢাকা: আবারও অগ্নিগর্ভ বাংলাদেশ। শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণার পরই বিক্ষোভকারী ও সেনার মধ্যে দফায় দফায় সংঘর্ষ। ৩২ নম্বর ধানমন্ডির বাড়ি ভাঙাকে কেন্দ্র করে সেনার সঙ্গে সংঘর্ষ জনতার। বাংলাদেশে ৩২ নম্বর ধানমন্ডির বাড়ি ভাঙতে বুলডোজার পাঠাতেই উত্তেজিত হয়ে ওঠে জনতা। প্রতিরোধ সরাতে নামানো হয় সেনা। শেখ মুজিবের স্মৃতি বিজড়িত এই বাড়ি ভাঙাকে কেন্দ্র করে ব্যাপক অশান্তি সৃষ্টি হয়েছে আগেও।
রাস্তার মাঝেই আগুন ধরিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন বিক্ষোভকারীরা। পরিস্থিতি সামাল দিতে বিক্ষোভকারীদের লাঠিপেটা করতে হচ্ছে সেনাকে। ৩২ নম্বর ধানমন্ডির বাড়ির সামনে তুমুল উত্তেজনা। সাত জেলায় ছড়িয়েছে বিক্ষোভের আগুন।
সোমবার সকালেই হাসিনার পৈতৃক ভিটের সামনেই সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। মোতায়েন হয় বিপুল সেনা। কিন্তু কেন? ঢাকা সূত্রে জানা গিয়েছে, বুলডোজার নিয়ে সেই বাড়ির ধ্বংসাবশেষ ভেঙে দিতে আসে এক দল প্রতিবাদী। বুলডোজ়ার নিয়ে ঢুকে পড়ে তাঁরা। তখনই ‘ঢাল’ হয়ে রুখে দাঁড়ায় পুলিশ।
হাসিনাকে মৃ্ত্যুদণ্ডের সাজা দিয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যাল আদালত। জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের জন্য বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে সর্বোচ্চ শাস্তি দিয়েছে বেঞ্চ। উস্কানি, নিষ্ক্রিয়তা, হত্যার নির্দেশে দোষী সাব্যস্ত হয়েছেন হাসিনা। একটি মামলায় যাবজ্জীবন হলেও, বাকি তিনটি মামলায় ফাঁসির নির্দেশ। পাশাপাশি এই মানবতাবিরোধী মামলায় অভিযুক্ত প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানেরও ‘ক্যাপিটাল পানিশনমেন্ট’ বা ফাঁসির সাজা ঘোষণা করেছে আদালত। কিন্তু ছাড় পেয়েছেন একজন তিনি হলেন বাংলাদেশের প্রাক্তন পুলিশকর্তা চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। যদিও এই বিচারপ্রক্রিয়ায় আত্মপক্ষ সমর্থনের কোনও সুযোগই পাননি হাসিনা।
