কাজের সময় শেষ তাই মাঝপথেই অবতারণ করে বিমান চালাতে অস্বীকার চালকের, শোরগোল নেট দুনিয়ায়

TV9 Bangla Digital | Edited By: Shubhendu Debnath

Jan 21, 2022 | 11:00 PM

Pakistan Airlines: আবহাওয়া আবারও স্বাভাবিক হওয়ার পর যখন ওই বিমানটি ওড়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল সেই সময়ই বিমান চালক অস্বীকার করেন বিমান চালাতে। চালকের দাবি তাঁর কাজের সময়সীমা শেষ,অতএব তিনি আর বিমান চালাতে পারবেন না। এদিকে যাত্রীরাও বেঁকে বসেন বিমান থেকে নামতে।

কাজের সময় শেষ তাই মাঝপথেই অবতারণ করে বিমান চালাতে অস্বীকার চালকের, শোরগোল নেট দুনিয়ায়
ফাইল চিত্র

Follow Us

দুবাই: তার কাজের সময় শেষ হয়ে গিয়েছে। অতএব তিনি আর কাজ করতে পারবেন না। এতএব জরুরী ভিত্তিতে বিমান অবতারণ করে বিমান চালাতে অস্বীকার করলেন এক বিমান চালক। আচমকা মাঝপথে বিমান অবতারণে বিপাকে পড়ে যাত্রীরাও ক্ষুব্ধ, ধুন্ধুমার বেঁধে গেল বিমানবন্দরেও। যা নিয়ে ইতিমধ্যেই হাসির ফোয়ারা ছুটেছে নেটমাধ্যমে।

ঘটনাটি ঘটেছে পাকিস্তানে। সূত্রের খবর অনুযায়ী, গত রবিবার পিকে-৯৭৫৪ নামের পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একটি বিমান রিয়াধ বিমানবন্দর থেকে ইসলামাবাদের দিকে রওনা হয়েছিল। বিমানটির গন্তব্য ছিল ইসলামাবাদ। এরপরই আবহাওয়া খারাপ থাকার কারণে ওই বিমান চালক বাধ্য হন বিমানটিকে সৌদি আরবের দাম্মাম বিমানবন্দরে জরুরী ভিত্তিতে অবতারণ করতে।

বেশকিছু সময়ের পর আবহাওয়া আবারও স্বাভাবিক হওয়ার পর যখন ওই বিমানটি ওড়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল সেই সময়ই বিমান চালক অস্বীকার করেন বিমান চালাতে। চালকের দাবি তাঁর কাজের সময়সীমা শেষ,অতএব তিনি আর বিমান চালাতে পারবেন না। এদিকে যাত্রীরাও বেঁকে বসেন বিমান থেকে নামতে। বিমানের ভেতরেই তাঁরা প্রতিবাদ শুরু করেন বিলম্ব হওয়ার জন্য। পরিস্থিতি ঘোরালো হয়ে গেলে, তা নিয়ন্ত্রণে আনতে অবশেষে ডাকতে হয় বিমানবন্দরের নিরাপত্তরক্ষীদের।

বিমান কর্তৃপক্ষ বাধ্য হয় যাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা করতে। তারা যাত্রীদের জন্য বিমানবন্দরের কাছেই একটি স্থানীয় হোটেলে বিশেষভাবে থাকা বন্দবোস্ত কারার পরই শান্ত হন যাত্রীরা। এই ব্যাপারে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ওই বিমান চালকের বিশ্রামের প্রয়োজন ছিল। যাত্রীদের নিরাপত্তার কারণেই প্রতিটি বিমানচালককে নির্দিষ্ট বিশ্রাম দিতে হয়। নইলে চালক অসতর্ক হয়ে পড়লে বিপদ ঘটতে পারে যাত্রীদের। তবে সমস্ত যাত্রীদের জন্য হোটেলে থাকার বিশেষ ব্যবস্থা করে দেওয়া হয়েছে। যাত্রীরা রাত ১১টা নাগাদ ইসলামাবাদে পৌঁছবেন।

এমন ঘটনা সত্যিই অনভিপ্রেত এবং মজারও। এমনভাবে কাজের সময়সীমা শেষ হওয়ার জন্য বিমান চালকের বিমান চালাতে অস্বীকৃত হওয়ার মজার ঘটনা এই প্রথম। ফলে খবর সামনে আসতেই স্বভাবতই শোরগোল পড়ে যায় সামাজিক মাধ্যমে।

আরও পড়ুন: Bollywood Couples: বিয়ে ভাঙার পরও প্রেম খুঁজে পেয়েছেন এই ৮ বলি তারকা

Next Article