Sheikh Hasina: হাসিনার মুখের ওপরে দরজা বন্ধ করে দিল আমেরিকা! এবার কোথায় যাবেন মুজিব-কন্যা?

ঈপ্সা চ্যাটার্জী |

Aug 07, 2024 | 6:39 AM

Bangladesh Former PM: দেশ ছেড়ে ভারতে আসার পরই আশ্রয় খুঁজছেন শেখ হাসিনা। কিন্তু কোনও দেশ থেকেই সদর্থক উত্তর পাচ্ছেন না। হাসিনার প্রথম পছন্দ লন্ডন। তবে জানা যাচ্ছে, ব্রিটেন আপাতত হাসিনাকে আশ্রয় দিতে রাজি নয়। বরং বাংলাদেশে চলা হত্যালীলার প্রেক্ষিতে তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করতে পারে ব্রিটেন। 

Sheikh Hasina: হাসিনার মুখের ওপরে দরজা বন্ধ করে দিল আমেরিকা! এবার কোথায় যাবেন মুজিব-কন্যা?
বাংলাদেশ ছেড়ে ভারতে এসেছেন শেখ হাসিনা। বর্তমানে তিনি দিল্লির এক নিরাপদ স্থানে রয়েছেন। সেখান থেকে তিনি কোথায় যাবেন এবং কোথায় থাকবেন, তা নিয়ে রীতিমতো জলঘোলা শুরু হয়েছে
Image Credit source: X

Follow Us

ওয়াশিংটন: আশ্রয় চাননি, তার আগেই বন্ধ হয়ে গেল দরজা। শেখ হাসিনার (Sheikh Hasina) মুখের ওপরে দরজা বন্ধ করে দিল আমেরিকা। বাংলাদেশ ছাড়ার পর ভারতে আশ্রয় নিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী। তবে পাকাপাকিভাবে ভারতে নয়, অন্য কোনও দেশে আশ্রয় নিতে পারেন মুজিব কন্যা, এমনটাই সূত্রের খবর। কোন দেশে যাবেন, এই নিয়ে যখন সংশয়-ধোঁয়াশা তৈরি হচ্ছে, তখনই বড় পদক্ষেপ আমেরিকার। বাতিল করে দেওয়া হল শেখ হাসিনার কূটনৈতিক ভিসা (Diplomatic Visa)। 

সূত্রের খবর, দেশ ছেড়ে ভারতে আসার পরই আশ্রয় খুঁজছেন শেখ হাসিনা। কিন্তু কোনও দেশ থেকেই সদর্থক উত্তর পাচ্ছেন না। হাসিনার প্রথম পছন্দ লন্ডন। তবে জানা যাচ্ছে, ব্রিটেন আপাতত হাসিনাকে আশ্রয় দিতে রাজি নয়। বরং বাংলাদেশে চলা হত্যালীলার প্রেক্ষিতে তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করতে পারে ব্রিটেন।

এই অবস্থায় হাসিনার কাছে দ্বিতীয় ‘অপশন’ ছিল আমেরিকা। কিন্তু আশ্রয় চাওয়ার আগেই সে দেশ তাদের দরজা বন্ধ করে দিল হাসিনার জন্য। মার্কিন সূত্রে খবর, শেখ হাসিনার কূটনৈতিক ভিসা বাতিল করা হয়েছে। এই কূটনৈতিক ভিসার জোরেই রাষ্ট্রপ্রধানরা বিভিন্ন দেশে যান, তাদের আলাদাভাবে ভিসার আবেদন করতে হয় না। কিন্তু আমেরিকা হাসিনার কূটনৈতিক ভিসা বাতিল করে দেওয়ায়, সমস্যা বাড়ল বই কমল না হাসিনার।

প্রসঙ্গত, শেখ হাসিনার সময়কালেই আমেরিকার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খারাপ হয়। আমেরিকা সামরিক ঘাঁটি বানাতে চেয়েছিল, কিন্তু রাজি হননি হাসিনা। এরপরই সম্পর্কের অবনতি হয়।

সূত্রের খবর, হাসিনার বোন রেহানা শীঘ্রই লন্ডন চলে যেতে পারেন। ব্রিটিশ নাগরিক হওয়ায় রেহানার যাওয়ায় কোনও সমস্যা নেই। তখন হাসিনা কী করবেন? ভারতেই কি থেকে যাবেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী? ভারত আশ্রয় দেবে তো? এই প্রশ্নই উঠে আসছে বারবার।

Next Article