Bizarre: ২ মিনিটে শেষ এক বোতল মদ! বাজি জিতেও প্রাণ গেল যুবকের

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Jul 16, 2022 | 9:45 AM

South Africa: দক্ষিণ আফ্রিকার লিমপোপো প্রদেশের মাসাম্বা গ্রামে বাড়ি ওই যুবকের। ২৩ বছরের ওই যুবক মদ কিনতে গিয়েছিলেন দোকানে।

Bizarre: ২ মিনিটে শেষ এক বোতল মদ! বাজি জিতেও প্রাণ গেল যুবকের
বাজি ধরে মদ খাওয়া

Follow Us

কেপটাউন: বন্ধুদের দেওয়া চ্যালেঞ্জ গ্রহণ করে অনেকেই দুঃসাহসিক কাজ করে বসেন। কিন্তু সব সময় তা আনন্দদায়ক হয় না। বিপদও নেমে আসে সেই সব কাজ করতে গিয়ে। সম্প্রতি এক যুবক বন্ধুদের দেওয়া চ্যালেঞ্জ গ্রহণ করেছিলেন। সেই ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল হলেও শেষ পরিণতি মধুর হয়নি। চ্যালেঞ্জ সফল ভাবে করে বাজির টাকাও পেয়েছিলেন। কিন্তু জীবনও গিয়েছে। বন্ধুদের সঙ্গে চ্যালেঞ্জ করে মদের গোটা বোতল ২ মিনিটে শেষ করেছেন তিনি। মদের দোকানের সামনে বসেই। সেখানে উপস্থিত সুরাপ্রেমীদের হাততালিও পেয়েছিলেন। কিন্তু খাওয়ার কিছুক্ষণের মধ্যেই শরীরে অস্বস্তি শুরু হয় তাঁর। তখন তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। সম্প্রতি ঘটনাটি ঘটেছে দক্ষিণ আফ্রিকায়।

দক্ষিণ আফ্রিকার লিমপোপো প্রদেশের মাসাম্বা গ্রামে বাড়ি ওই যুবকের। ২৩ বছরের ওই যুবক মদ কিনতে গিয়েছিলেন দোকানে। সেই দোকানেই চ্যালেঞ্জ হচ্ছিল এক বোতল মদ এক টানা খেতে পারলে ১০ ডলার পুরস্কার দেওয়া হবে। সেই চ্যালেঞ্জ নিয়েছিলেন ওই যুবক। মদের দোকানের সামনে দাঁড়িয়েই বোতল থেকে মদ খাচ্ছিলেন তিনি। সেই ঘটনার ভিডিয়োও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

 

মদের পুরো বোতল মাত্র ২ মিনিটে শেষ করেছিলেন ওই যুবক। তা শেষ করতেই সেখানে উপস্থিত ব্যক্তিরা হাততালিতে ভরিয়ে দেন। বাজির পুরস্কারও সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়া হয় তাঁকে। কিন্তু মদ খাওয়ার কিছুক্ষণের মধ্যেই মাতালের মতো দুলতে থাকেন ওই যুবক। এক বন্ধু সে সময় তাঁকে ধরার চেষ্টা করলেও মাটিতে পড়ে সংজ্ঞা হারান তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল স্থানীয় হাসপাতালে। তখন তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। ঘটনা নিয়ে সেখানকার পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে।

Next Article