Household Chores: বাড়ির কাজে কি সাহায্য করে পুরুষরা? নজর রাখবে অ্যাপ

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

May 21, 2023 | 11:38 PM

Man Helping in Household Chores: ঘরের কাজে মেয়ে ও ছেলেদের ভাগাভাগি করে নেওয়ার জন্য উদ্বুদ্ধ করতে বিশেষ পরিকল্পনা স্পেন সরকারে। কে কতটা ঘরের কাজ করছে, তা ট্র্যাক করতে বিশেষ অ্য়াপ আনার কথা জানিয়েছেন সেদেশের সচিব।

Household Chores: বাড়ির কাজে কি সাহায্য করে পুরুষরা? নজর রাখবে অ্যাপ
প্রতীকী ছবি

Follow Us

মাদ্রিদ: ছেলেবেলা থেকেই আমরা দেখে আসছি বাড়ির কাজ মূলত মায়েরা করে থাকেন। আর বাইরের কাজ দেখেন বাবা। বেশিরভাগ পরিবারেই ছবিটা এরকমই। তবে হাতে গোনা কয়েকটি বাড়িতে বাড়ির কাজ বাবা-মা, দু’জনকেই ভাগাভাগি করে নিতে দেখা গিয়েছে। বাড়ির কাজ শুধু মেয়েদেরই করতে হবে, এই ধারণাটা সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে। এখন ছেলে-মেয়ে নির্বিশেষে যেমন বাইরের কাজ করছে, সেরকম ঘরেও হাতে হাত মিলিয়ে কাজ ভাগ করে নিচ্ছে। আর এবার বাড়িতে পুরুষরা কোনও কাজ করছে কি না সেদিকে নজর রাখতে একটি অ্য়াপ্লিকেশন চালু করতে চলেছে স্পেন।

বাড়ির কাজে কোনও ব্যক্তি কতটা সময় ব্য়য় করে তার ট্র্যাক রাখবে এই অ্য়াপ্লিকেশন। বাড়ির কাজ করতে পুরুষরা যাতে উদ্বুদ্ধ সেই কারণেই স্পেন এই অ্যাপ্লিকেশন চালু করার পরিকল্পনা করছে। দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন অনুযায়ী, স্পেনের সমতা বিষয়ক উপসচিব অ্যাঞ্জেলা রোড্রিগুয়েজ় ঘোষণা করেছেন, লিঙ্গ বৈষম্য দূর করার জন্য এই প্রয়াস নেওয়া হয়েছে স্পেন প্রশাসনের তরফে। মঙ্গলবার জেনেভায় নারীর প্রতি বৈষম্য দূরীকরণ বিষয়ক রাষ্ট্রপুঞ্জের কমিটিতে এ পরিকল্পনার কথা ঘোষণা করা হয়।

রাষ্ট্রপুঞ্জের কমিটিতে অ্যাঞ্জেলা বলেন, “আমরা শীঘ্রই একটি অ্যাপ্লিকেশন শুরু করব যেখানে পরিবারের বিভিন্ন সদস্যরা কে কতটা কাজ করেছেন তা রেকর্ড হবে। এর থেকে দেখা যাবে আমরা প্রত্যেকে ঘরের কাজের পিছনে কতটা করে সময় দিই।” তিনি আরও বলেন, “এর ফলে ঘরের কাজ বাড়ির ছেলে, মেয়ে, বাবা, মায়েদের মধ্যে ভাগ হয়ে যাবে। বা কোনও ক্ষেত্রে ফ্ল্যাটের সহ-বাসিন্দা বা জীবনসঙ্গীর ক্ষেত্রেও এই অ্য়াপ কার্যকরী হবে।”

Next Article