Sultan of Brunei: রানির মৃত্যুর পর বিশ্বের দীর্ঘতম রাজত্বের তকমা কার হাতে রইল জানেন?

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Sep 11, 2022 | 6:33 AM

Sultan of Brunei: ৫৪ বছরের বেশি সময় ধরে রাজত্ব চালিয়েছেন তিনি। ডেনমার্কের রানি দ্বিতীয় মার্গারেটের থেকে বছর চারেক বেশি রাজত্ব করেছেন বোলকিয়া।

Sultan of Brunei: রানির মৃত্যুর পর বিশ্বের দীর্ঘতম রাজত্বের তকমা কার হাতে রইল জানেন?
রানির সঙ্গে সুলতান (ফাইল ছবি)

Follow Us

ব্রুনাই: বিশ্বের দীর্ঘতম সময় ধরে সিংহানের অধিকারী হিসেবে থাকার রেকর্ড ছিল রানি দ্বিতীয় এলিজাবেথের হাতে। তাঁর মৃত্যুর পর এবার সেই তকমা পেতে পারেন ব্রুনাই-এর সুলতান। অর্থাৎ বর্তমানে জীবিত রয়েছেন এমন রাজা বা সুলতানদের মধ্যে ব্রুনাই-এর সুলতানই সবথেকে বেশি সময় ধরে সিংহাসনে রয়েছেন।

হাস্সানাল বোলকিয়া সিংহাসনে বসেছিলেন ১৯৬৭ সালে। এরপর ৫৪ বছরের বেশি সময় ধরে রাজত্ব চালিয়েছেন তিনি। ডেনমার্কের রানি দ্বিতীয় মার্গারেটের থেকে বছর চারেক বেশি রাজত্ব করেছেন বোলকিয়া। দ্বিতীয় মার্গারেট বর্তমানে দীর্ঘতম রাজত্বের অধিকারের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন।

গত ৮ সেপ্টেম্বর প্রয়াত হয়েছেন রানি দ্বিতীয় এলিজাবেথ। ৭০ বছর ধরে রাজত্ব করেছেন তিনি। গত জুন মাসেই সেই ৭০ বছর পূর্ণ হয়েছে। জানা যায়, রানির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে ওই সুলতানের। শুধু তাই নয়, ব্রিটিশ সেনাবাহিনীর বিভিন্ন সাম্মানিক পদ দেওয়া হয়েছিল ব্রুনাই-এর রাজ পরিবারের সদস্যদের।

তবে ব্রিটেনের রানির থেকে অনেক বেশি ক্ষমতাসম্পন্ন ছিলেন ব্রুনাই-এর সুলতান। তাঁর হাতে সব ক্ষমতা দেওয়া রয়েছে সে দেশের সংবিধানে। এমনকী জরুরি অবস্থা জারি করার ক্ষমতাও রয়েছে তাঁর। তিনি সরকারেও প্রধান অর্থাৎ প্রধানমন্ত্রীর মর্যাদাপ্রাপ্ত। এ ছাড়া সে দেশের বিদেশ মন্ত্রক, অর্থ মন্ত্রকও রয়েছে তাঁর হাতে। দেশের পুলিশও নিয়ন্ত্রণ করেন তিনিই।

বর্তমানে যাঁরা জীবিত রয়েছে, তাঁদের মধ্যে সিংহাসনের অধিকারের তালিকায় সুলতানের পর রয়েছেন ডেনমার্কের রানি দ্বিতীয় মার্গারেট। এরপর রয়েছেন শারজাহের সুলতান বিন মহম্মদ আল কাশিমি, সুইডেনের কার্ল গুসতাফ, ফুজারিয়ার সুলতান হামাদ বিন মহম্মদ।

Next Article