Eye paralyzed: মদ্যপানের পর মাথা নিচু করে ঘুমিয়েছিলেন, পরিণতি জানলে চমকে যাবেন

Sukla Bhattacharjee |

Feb 12, 2024 | 9:40 PM

ION: অতিরিক্ত রক্তচাপ, হাই কোলেস্টেরল, স্লিপ অ্যাপনিয়া, হার্টের সমস্যা, উচ্চ মাত্রায় ডায়াবিটস, গ্লুকোমা, ধমনীতে ব্লকেজ এবং মাইগ্রেনের সমস্যা থাকলে ION আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। সাধারণত ৫০ বছরের বেশি বয়সের ব্যক্তিদের এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে।

Eye paralyzed: মদ্যপানের পর মাথা নিচু করে ঘুমিয়েছিলেন, পরিণতি জানলে চমকে যাবেন
চোখের পেশিতে প্যারালাইসিস।
Image Credit source: new indian journal of medicine

Follow Us

তাইপেই সিটি: অতিরিক্ত মদ্যপান করার পর মাথা নীচু করে ঘুমিয়ে পড়েছিলেন। প্রায় ঘণ্টা তিনেক মাথা নীচু করে বসে ঘুমিয়েছিলেন তিনি। আর তার পরিণাম হল মারাত্মক। একটি চোখ একেবারে অন্ধ হয়ে গেল। শুধু অন্ধ হওয়া নয়, তাঁর চোখের মণি একেবারে বিস্ফোরিত হয়ে এসেছে। মর্মান্তিক এই পরিণামের শিকার হয়েছেন তাইওয়ানের ৪৪ বছর বয়সি ব্যক্তি।

ওই ব্যক্তি চিকিৎসককে জানিয়েথেন, ঘুমের জন্য তিনি ওষুধ খেতেন। একরাতে তিনি মদ্যপান করার পর প্রায় ৩ ঘণ্টা মুখ নীচু করে ঘুমিয়ে পড়েন। এরপর যখন ঘুম ভাঙে, তাঁর চোখে অসহ্য যন্ত্রণা শুরু হয়। একটি চোখ লাল হয়ে যায় এবং চোখের মণি বিস্ফোরিত হয়ে আসে। ওই চোখে দেখতেও পাচ্ছিলেন না তিনি। তারপর চিকিৎসক পরীক্ষা করে জানান, তাঁর চোখের পেশি প্যারালাইসিস হয়ে গিয়েছে। ওই ব্যক্তি তিন ঘণ্টা মুখ নীচু করে ঘুমোনোর সময় অতিরিক্ত চাপে তাঁর চোখের পেশিতে প্রচণ্ড চাপ পড়ে। চোখের বল নড়াচড়া করতে পারেনি। আর তার ফলেই তাঁর চোখের পেশিতে প্যারালাইসিস হয়ে গিয়েছে। চিকিৎসকদের ভাষায়, চোখের ভিতরে হেমারেজ হয়ে গিয়েছে। যাকে ডাক্তারি ভাষায় বলে ইসসেমিক অপটিক নিউরোপ্যাথি (ION)।

 

ইসসেমিক অপটিক নিউরোপ্যাথি (ION) কী?

চিকিৎসকদের মতে, যখন চোখের স্নায়ুতে ঠিকমতো রক্ত সঞ্চালন করতে পারে না, তখনই চোখের পেশিতে প্যারালাইসিস হয়। যার প্রভাব চোখ থেকে মাথায় সংযুক্ত শিরার উপর পড়ে। এর ফলে দৃষ্টিশক্তিও চলে যায়। এটিকেই ইসসেমিক অপটিক নিউরোপ্যাথি (ION) বলে।

 

ION -এর উপসর্গ কী?

ION-এর প্রাথমিক উপসর্গগুলি হল, কপাল, চোয়াল, ঘাড় এবং স্ক্যাল্পে যন্ত্রণা, পেশিতে টান লাগা, প্রচণ্ড ক্লান্তি, ক্ষিদে চলে যাওয়া, ওজন কমতে থাকা, জ্বর, শরীরের বিভিন্ন অংশে রক্তের ছোপ দেখা দেওয়া। মূলত, চোখের পিছনের পেশিতে প্যারালাইসিস হলে এই উপসর্গগুলি দেখা দেয়।

কেন ION হয়?

অতিরিক্ত রক্তচাপ, হাই কোলেস্টেরল, স্লিপ অ্যাপনিয়া, হার্টের সমস্যা, উচ্চ মাত্রায় ডায়াবিটস, গ্লুকোমা, ধমনীতে ব্লকেজ এবং মাইগ্রেনের সমস্যা থাকলে ION আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। সাধারণত ৫০ বছরের বেশি বয়সের ব্যক্তিদের এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে।

ION -এর পরিণাম কী হতে পারে?

ION-এর ফলে দৃষ্টিশক্তি একেবারে চলে যেতে পারে। এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে।

Next Article