Taiwan: জল নয়, তরুণী তৃষ্ণা মেটাত চা-ফলের রস-মদ দিয়ে; ফল হল মারাত্মক

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

Dec 18, 2023 | 1:37 PM

Taiwan woman: দিন কয়েক আগে আচমকা তাঁর প্রবল জ্বর এসেছিল। সঙ্গে শুরু হয়েছিল তীব্র পিঠে ব্যথা। চিকিৎসার জন্য তরুণীকে ভর্তি করা হয়েছিল হাসপাতালে। চিকিৎসকরা পরীক্ষা করে দেখেছিলেন, তাঁর ডান কিডনির ভয়াবহ অবস্থা।

Taiwan: জল নয়, তরুণী তৃষ্ণা মেটাত চা-ফলের রস-মদ দিয়ে; ফল হল মারাত্মক
জলের বদলে চা-ফলের রস-মদ খেলে কী হয়, টের পেলেন তরুণী
Image Credit source: Twitter

Follow Us

তাইপেই সিটি: বেশ কয়েক বছর আগেই জল খাওয়া ছেড়ে দিয়েছিলেন ২০ বছরের তরুণী। জলের বদলে তৃষ্ণা মেটাতেন চা, ফলের রস এবং অ্যালকোহলের মতো পানীয় দিয়ে। এভাবেই চলছিল। কিন্তু, দিন কয়েক আগে আচমকা তাঁর প্রবল জ্বর এসেছিল। সঙ্গে শুরু হয়েছিল তীব্র পিঠে ব্যথা। চিকিৎসার জন্য তরুণীকে ভর্তি করা হয়েছিল হাসপাতালে। চিকিৎসকরা পরীক্ষা করে দেখেছিলেন, তাঁর ডান কিডনির ভয়াবহ অবস্থা। পাথরে ভরে গিয়েছে। শেষে অস্ত্রোপচারের মাধ্যমে ওই তরুণীর কিডনি থেকে ৩০০টিরও বেশি পাথর অপসারণ করেছেন চিকিৎসকরা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে , তাইওয়ানে।

২০ বছরের ওই তরুণীর নাম শিয়াও ইউ। জ্বর ও পিছে ব্যথা নিয়ে তাইওয়ানের তাইনান শহরের চি মেই হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। আল্ট্রাসাউন্ড পরীক্ষা এবং সিটি স্ক্যান করে চিকিৎসকরা দেখেছিলেন, শিয়াও ইউ-এর ডান কিডনি ফুলে আছে। তার ভিতরটা তরলে ভর্তি হয়ে গিয়েছে। আর তার মধ্যে ছোট ছোট পাইরুটির মতো কিছু রয়েছে। সেগুলি আসলে ছিল পাথর, আকার ৫ মিলিমিটার থেকে ২ সেন্টিমিটারের মধ্যে। চিকিৎসকরা বুঝেছিলেন, দীর্ঘদিন ধরে ডিহাইড্রেশন এবং তাঁর কিডনিতে খনিজ পদার্থ জমে জমেই ওই পাথরগুলি তৈরি হয়েছে। এরপর, চিকিত্সকদের শিয়াও ইউ জানান, তিনি জল খান না। তার বদলে দীর্ঘদিন ধরে তৃষ্ণা মেটান বাবল টি, ফলের রস এবং অ্যালকোহলের মতো পানীয় দিয়ে। চিকিৎসকরা জানিয়েছেন, এই অস্বাভাবিক অভ্যাসের ফলেই তাঁর শরীরে পর্যাপ্ত জলের অভাব তৈরি হয়েছিল। এর ফলেই তাঁর কিডনিতে ওই পাথর তৈরি হয়েছে।

এরপর, চিকিত্সকরা শিয়াও ইউকে জানান, পারকিউটেনিয়াস নেফ্রোলিথোটমি সার্জারি করতে হবে। ২ ঘণ্টা ধরে এই অস্ত্রোপচার চলে। শিয়াওয়ের কিডনি থেকে প্রায় ৩০০টি পাথর বের করেন চিকিৎসকরা। অস্ত্রোপচারের পর, তাঁর অবস্থা এখন স্থিতিশীল। দিন কয়েক পরে তাঁকে হাসপাতাল থেকে ছেড়েও দেওয়া হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, অপর্যাপ্ত জল পান, ক্যালসিয়াম এবং প্রোটিন সম্বৃদ্ধ খাবার বেশি খাওয়ার মতো কারণে কিডনিতে পাথর তৈরি হয়। তাই, সঠিক পরিমাণে জল খাওয়া উচিত। সেই ক্ষেত্রে খনিজ পদার্থগুলি কিডনিতে না জমে, প্রস্রাবের সঙ্গে সেগুলি বেরিয়ে যায়। নাহলেই খনিজগুলি ঘনীভূত হয়ে পাথর তৈরি হতে পারে। চিকিৎসকরা আরও জানিয়েছেন, গড় হিসেবে মহিলাদের থেকে পুরুষদের কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা অন্তত তিনগুণ বেশি থাকে।

Next Article