‘মহিলাদের সমস্ত অধিকার আমরা সুনিশ্চিত করব’, তবে তালিবানি ফতোয়া সংবাদমাধ্যমের জন্য

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Aug 17, 2021 | 9:26 PM

Taliban: এদিন তালিবানের তরফে জানানো হয়েছে, 'বিদেশি শক্তিকে তাড়িয়ে আমরা স্বাধীনতা এনেছি। আমরা বদলার পথে হাঁটব না।

মহিলাদের সমস্ত অধিকার আমরা সুনিশ্চিত করব, তবে তালিবানি ফতোয়া সংবাদমাধ্যমের জন্য
ছবি এএনআই

Follow Us

কাবুল: আফগানিস্তানে দখল নেওয়ার পর জিমে শরীরচর্চা থেকে শিশুদের দোলনা বা বিনোদন পার্কে গিয়ে হইহুল্লোড়, তালিবানরা বাদ রাখছে না কিছুই। এবার প্রকাশ্য বার্তা দিল তালিবানিরা। শুরুতেই দিল ‘স্বাধীনতার বার্তা’। জানাল, ‘২০ বছর পর স্বাধীনতা এসেছে। দেশের জন্য গর্বের মুহূর্ত।’ মঙ্গলবার এমনটাই বলেন তালিবানের মুখপাত্র জাবিহুল্লা মুজাহিদ। এদিন জাবিহুল্লা বলেন, “আমাদের সঙ্গে যা হয়েছে সে সব আমরা ভুলে গিয়েছি। আমরা দেশবাসীকে আশ্বাস দিচ্ছি আপনাদের ও আপনাদের দূতাবাসের সুরক্ষা আমরা সবসময় দেখব।”

এদিন তালিবানের তরফে জানানো হয়েছে, ‘বিদেশি শক্তিকে তাড়িয়ে আমরা স্বাধীনতা এনেছি। আমরা বদলার পথে হাঁটব না। আফগানিস্তান আর যুদ্ধবিধ্বস্ত জায়গা নয়। আর কোনও সংঘর্ষ চাই না আমরা। বাইরে বা ভিতরে কোনও শত্রু চাই না। শীঘ্রই শক্তিশালী ইসলামিক তৈরি সরকার হবে।’ নিরাপত্তা নিয়ে কারও কোনও চিন্তার কারণ নেই বলেও আশ্বাস দিয়েছে তালিবানিরা। জানিয়েছে, ‘নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা করবেন না। তালিবানের নামে অশান্তি ছড়াচ্ছে কেউ কেউ। আমরা সেই সমস্ত দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।’

একই সঙ্গে তালিবানি আশ্বাস, আফগানিস্তানে মহিলারা একেবারেই সুরক্ষিত। তাদের দাবি, ‘মহিলাদের সমস্ত অধিকার সুনিশ্চিত করা হবে। শিক্ষা, স্বাস্থ্য সর্বত্র তাঁরা আমাদের সঙ্গে কাজ করতে পারবেন। শরিয়ত মেনে মহিলারা সব কাজ করতে পারবেন।’

দেশের আর্থিক পরিস্থিতি বদলাবে তালিবান

এদিন তালিবানের তরফে জানানো হয়েছে, দেশের আইন শৃঙ্খলা নিয়ে কাউকে কোনও চিন্তা করতে হবে না। দেশের শৃঙ্খলা বজায়ের পাশাপাশি দেশ যাতে আর্থিক ভাবে উন্নত হয় সেদিকও তারা দেখবে বলে জানিয়েছে। মেয়েরা তাদের কাছে বোন। বোনদের সব সময় তারা আগলে রাখার প্রতিশ্রুতিও দিয়েছে। তবে সংবাদমাধ্যমকে তাদের তালেই তাল মিলিয়ে যে চলতে হবে সে কথাও আগে ভাগে জানিয়ে দিয়েছে তালিব-শক্তি। তালিবানের মান্যতা ও ইসলামের মান্যতার দিকটি সবসময় খেয়াল রেখে মিডিয়াকে চলার পরামর্শ দিয়েছে তারা। আরও পড়ুন: EXCLUSIVE: ৪৪ বছর ধরে এই অরাজকতা এবার বন্ধ হোক, চান সীমান্ত গান্ধীর নাতনি ইয়াসমিন

Next Article