AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Iran-USA Clash: তৃতীয় বিশ্বযুদ্ধের মুখে দাঁড়িয়ে বিশ্ব? ইজরায়েলের পর এবার আমেরিকার উপরেই হামলা চালাবে ইরান?

Iran Threatens USA: ইরানের সন্দেহ, আমেরিকা পরোক্ষে এই সংঘাতে মদত দিচ্ছে ইজরায়েলকে। রাষ্ট্রপুঞ্জে ইরানের প্রতিনিধি সরাসরি এই অভিযোগ এনেছেন।

Iran-USA Clash: তৃতীয় বিশ্বযুদ্ধের মুখে দাঁড়িয়ে বিশ্ব? ইজরায়েলের পর এবার আমেরিকার উপরেই হামলা চালাবে ইরান?
এবার আমেরিকা বনাম ইরানের সংঘাত?Image Credit source: X
Follow Us:
| Updated on: Jun 15, 2025 | 7:28 AM

তেহরান: আমেরিকা মদত দিলে খুব খারাপ হবে। আগেই সতর্ক করেছিল ইরান। ইজরায়েলের সঙ্গে সংঘাত শুরু এবার পশ্চিম এশিয়ায় আমেরিকার সেনাঘাটিগুঁলিতে হামলার হুঁশিয়ারি দিল ইরান। এবার কি আমেরিকার সঙ্গেও যুদ্ধ শুরু করবে ইরান?

আমেরিকা যদি সংঘাতে জড়ায়, তবে তা তৃতীয় বিশ্বযুদ্ধের থেকে কম কিছু হবে না। ইরান-ইজরায়েলের সংঘাতে প্রথম থেকেই আমেরিকাকে দূরে থাকতে বলা হয়েছে। কিন্তু তলে তলে যে ইজরায়েলকে মদত দিচ্ছে আমেরিকা, তা স্পষ্ট। তা সে মাঝ আকাশে ইজরায়েলি যুদ্ধবিমানে জ্বালানি পৌঁছে দেওয়াই হোক বা ইরানের উপরে হামলা চালাতে মার্কিন সেনাঘাঁটি ব্যবহার।

ইরানের সন্দেহ, আমেরিকা পরোক্ষে এই সংঘাতে মদত দিচ্ছে ইজরায়েলকে। রাষ্ট্রপুঞ্জে ইরানের প্রতিনিধি সরাসরি এই অভিযোগ এনেছেন।  ইরানের শীর্ষ সেনা কর্তাই এবার হুঁশিয়ারি দিয়েছেন আমেরিকাকে। ইরানের ফার্স নিউজ নামক একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ওই সেনাকর্তা পশ্চিম এশিয়ায় মার্কিন সেনাঘাঁটিগুলিতে হামলা চালানোর হুশিয়ারি দেন।

কোথায় হামলা করতে পারে ইরান?

যদি ইরান আমেরিকার সেনাঘাঁটিগুলিতে সত্যিই হামলা শুরু করে, তবে প্রথম নিশানাই হতে পারে কাতারের আল উদেইক মার্কিন সেনাঘাঁটিতে। ৮০০০ মার্কিন সেনা ও মার্কিন বোমারু বিমান রয়েছে এই ঘাঁটিতে। আরব আমিরশাহির আল-দাবরা সেনাঘাঁটিতেও হামলা চালাতে পারে ইরান।

ইরান হামলা চালাতে আমেরিকাও ছেড়ে কথা বলবে না। এদিকে চিন ইতিমধ্যেই ইরানের পক্ষ নিয়ে নিয়েছে। দুই সুপার পাওয়ার দুই শিবিরে ভাগ হয়ে যাওয়ায়, আশঙ্কা করা হচ্ছে এই সংঘাত তৃতীয় বিশ্বযুদ্ধের দিকেও এগোতে পারে।