Bangladesh News: টার্গেট সংখ্যালঘু! এক রাতে বাংলাদেশের তিনটি মন্দিরে হামলা চালাল মৌলবাদীরা

Suman Kalyan Bhadra | Edited By: Avra Chattopadhyay

Jan 09, 2025 | 3:08 PM

Bangladesh News: শ্রী বিশ্বেশ্বরী মন্দির, শ্রী সত্যনারায়ণ সেবাশ্রম-সহ একাধিক মন্দিরে হামলা ও লুঠ চালায় দুষ্কৃতীরা। এর আগেও একই প্রকার সন্ত্রাসের সাক্ষী থেকেছে বাংলাদেশ।

Bangladesh News: টার্গেট সংখ্যালঘু! এক রাতে বাংলাদেশের তিনটি মন্দিরে হামলা চালাল মৌলবাদীরা
Image Credit source: Syed Mahamudur Rahman/NurPhoto via Getty Images

Follow Us

ঢাকা: বাংলাদেশে মৌলবাদী তাণ্ডব। চট্টগ্রামের হাটহাজারিতে ৩টি মন্দিরে হামলা। দেদারে চলল লুঠ। খোয়া গেল মন্দিরের প্রণামী বাক্সে থাকা হাজার পঞ্চাশেক টাকা, গয়না, নিত্য পুজোর জিনিসপত্রও।

শ্রী বিশ্বেশ্বরী মন্দির, শ্রী সত্যনারায়ণ সেবাশ্রম-সহ একাধিক মন্দিরে হামলা ও লুঠ চালায় দুষ্কৃতীরা। এর আগেও একই প্রকার সন্ত্রাসের সাক্ষী থেকেছে বাংলাদেশ।

গত বছরের শেষ মাসেই নাটোরের শ্বশানকালী মন্দিরে হামলা চালায় এক দল দুষ্কৃতী। চলে লুঠপাঠ। তবে সেখানেই থেমে থাকেনি তারা। হাত-পা বেঁধে খুন করা হয় মন্দিরের পুরোহিতকেও, এমনটাই খবর পুলিশ সূত্রে। সম্প্রতি, বাংলাদেশের মন্দিরে মন্দিরে ‘ডাকাতির নামে হামলার’ ঘটনার বিরুদ্ধে সরব হয়েছেন কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট ও মুখপাত্র রাধারমণ দাসও।

উল্লেখ্য পালাবদলের পর থেকে উত্তপ্ত বাংলাদেশ। ইউনূসের অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই সংখ্যালঘুদের উপর নির্যাতন ও অত্যাচারের যেন ক্রমেই বেড়ে চলেছে, দাবি একাংশের। ধর্মান্তরের চাপ জাঁকিয়ে বসেছে সেদেশের সংখ্যালঘুদের মাথায়। ঢাকা-সহ দেশের একাধিক জায়গায় চলেছে মন্দির ভাঙচুর। আর নতুন বছর পড়লেও কমেনি অশান্তি।

এমনকি নতুন বছর থেকে মৌলবাদী কোপ পড়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতেও। অভিযোগ তিতুমির কলেজের অধ্যক্ষের পদত্যাগের দাবি ঘিরে সরব হয়েছে শিক্ষার্থীরা। ধর্মকে আধার করেই সংখ্যালঘু অধ্যক্ষের পদত্যাগের দাবিতে চলছে হুমকি, হুঁশিয়ারি। শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে মৌলবাদের উত্থান ঘিরে সোশ্যাল মিডিয়ায়য় সরব হয়েছেন খোদ কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট ও মুখপাত্র রাধারমণ দাসও।

Next Article