কলকাতা: কারও হাতে মশাল। কারও হাতে লাঠি। ভাঙচুর করা হচ্ছিল সরকারি দফতর। গত বছর এই পরিস্থিতি দেখেছিল বাংলাদেশ। আবারও কি নতুন বছরে দেখতে হবে সেই একই ছবি? কারণ, এবার বাংলাদেশের জনতার ক্ষোভের মুখে সেদেশের সরকার। অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসকে ৪৮ ঘণ্টার সময় দেওয়া হয়েছে। নতুন কর প্রত্যাহার না করলে সরকার ফেলে দেওয়ার হুমকি। কিন্তু কেন হঠাৎ আম-জনতার রোষের মুখে ইউনূস?
বস্তুত, শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার পর অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা হয়ে ক্ষমতায় আসেন ইউনূস। আর তারপর থেকেই একের পর এক নতুন নিয়ম চালু করেছেন তিনি। বাংলাদেশের নতুন সরকারের নতুন নিয়ম অনুযায়ী, এবার থেকে রেস্তোরাঁয় খাবার খেতে গেলে, বিলের উপরে অতিরিক্ত ১৫ শতাংশ ভ্যাট দিতে হবে। আগে এই ভ্যাট ৫ শতাংশ ছিল। সেই ভ্যাট বাড়িয়ে ১৫ শতাংশ করা হল। বিস্কুট, আচার, ম্যাট্রেস, টিস্যু পেপারেও ১৫ শতাংশ করে ভ্যাট বসানো হবে। এছাড়া ড্রাইভিং লাইসেন্স তৈরির ক্ষেত্রেও ১৫ শতাংশ ভ্যাট দিতে হবে।
এরপরই ক্ষোভে ফেটে পড়েন আম-জনতা। তাঁদের দাবি, নাগালের বাইরে চলে গিয়েছে দ্রব্যমূল্য। বিভিন্ন অত্যাবশ্যকীয় ভোগ্যপণ্যের দাম আকাশ ছোঁয়া। এর মধ্যেই বিভিন্ন জিনিসের উপর কর বাড়িয়েছে ইউনিস সরকার। দাম বেড়েছে রান্নার গ্যাসেরও। শিল্প ক্ষেত্রে গ্যাসের দাম আড়াই গুণ বাড়ানোর প্রস্তাব দিয়েছে ইউনূস সরকার।
আর এসবের মধ্যেই তীব্র প্রতিবাদে রাস্তায় নেমেছেন বাংলাদেশের জনগণ। তাঁরা হুমকি দিয়েছে সরকারকে উৎখাত করার। বেধে দেওয়া হয়েছে ৪৮ ঘণ্টার সময় সীমা। এরমধ্যে গ্যাস সহ অন্যান্য জিনিসের ওপর আরোপ করা কর কমানো না হলে ছাত্র জনতাকে নিয়ে সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলনের ডাক দিয়েছে বাংলাদেশ জাগ্রত জনতা। এ প্রসঙ্গে আজমুল জিহাদ নামে এক ব্যক্তি বলেন, “শেখ হাসিনাও কর আরোপ করেছিলেন। তার একটা সীমা ছিল। তবে বর্তমান সরকার ছাত্র-জনতার গণঅভ্যুথানের সরকার। সেই সরকার যখন জনগণের উপর কর আরোপ করেন, চাপিয়ে দিতে চান তখন কোনওভাবে আমরা তা মেনে নেব না। ৪৮ ঘণ্টা সময় দিলাম। তার মধ্যে যদি এই সিদ্ধান্ত বদল না হয় তাহল সারা বাংলাদেশ অচল করে দেব।”