সিঙ্গাপুর: বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করলেন সিঙ্গাপুরের শীর্ষস্থানীয় ব্যবসায়িক নেতারা। এঁদের মধ্যে ছিলেন, ব্ল্যাকস্টোন সিঙ্গাপুর, টেমাসেক হোল্ডিংস, সেম্বকর্প ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ক্যাপিটাল্যান্ড ইনভেস্টমেন্ট, এসটি টেলিমিডিয়া গ্লোবাল ডেটা সেন্টার এবং সিঙ্গাপুর এয়ারওয়েজের সিইও। প্রত্যেকেই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে ভারতে বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন।
শুধু তাই নয়, সিঙ্গাপুরের সেমিকন্ডাক্টর ইকোসিস্টেমের সঙ্গেও পরিচিত হন প্রধানমন্ত্রী মোদী। সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওং-এর সঙ্গে এদিন তিনি সেই দেশের একটি সেমিকন্ডাক্টর কারখানাও পরিদর্শন করেন। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, “সেমিকন্ডাক্টর এবং প্রযুক্তি ভারত-সিঙ্গাপুর সহযোগিতার এক গুরুত্বপূর্ণ দিক। এটি এমন একটি সেক্টর যেখানে ভারত তার উপস্থিতি জানান দিচ্ছে। আজ, প্রধানমন্ত্রী ওং এবং আমি এইএম হোল্ডিংস লিমিটেডের কারখানা পরিদর্শন করেছি। আমরা এই সেক্টরে একসঙ্গে কাজ করার এবং আমাদের যুবকদের আরও সুযোগ দেওয়ার জন্য উন্মুখ।”
বুধবার ব্রুনেই সফর শেষ করে সিঙ্গাপুরে উড়ে এসেছিলেন প্রধানমন্ত্রী মোদী। সিঙ্গাপুরের ভারতীয় সম্প্রদায় তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানায়। বৃহস্পতিবার সিঙ্গাপুর পার্লামেন্ট হাউসে প্রধানমন্ত্রী মোদীকে এক আনুষ্ঠানিক স্বাগত জানানো হয়। এরপর, সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর সঙ্গে এক বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী মোদী জানিয়েছেন, বৈঠকে দক্ষতা, প্রযুক্তি, স্বাস্থ্য পরিষেবা, এআই এবং আরও অনেকগুলি ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর উপর জোর দেওয়া হয়েছে। বৈঠকে দুই দেশের মধ্যে চারটি সমঝোতা স্মারক চুক্তি বা মউ স্বাক্ষরিত হয়।
এই চারটি মউ হল-
১. ডিজিটাল প্রযুক্তির ক্ষেত্রে সহযোগিতা
২. ভারত, সিঙ্গাপুর সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম পার্টনারশিপ
৩. স্বাস্থ্য ও ওষুধের ক্ষেত্রে সহযোগিতা
৪. শিক্ষাগত সহযোগিতা এবং দক্ষতা উন্নয়ন
আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)