Viral Video: ভরা বিমানে শিশুদের সামনেই ঊর্ধ্বাঙ্গ অনাবৃত মহিলার, তারপর চরম নাটক

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

Feb 16, 2023 | 3:25 PM

Topless woman on Russian Flight: বিমান ভর্তি যাত্রী, রয়েছে শিশুরাও। তাদের সামনেই ঊর্ধ্বাঙ্গ অনাবৃত করে দিলেন মহিলা। তারপর শুরু হল চরম নাটক।

Viral Video: ভরা বিমানে শিশুদের সামনেই ঊর্ধ্বাঙ্গ অনাবৃত মহিলার, তারপর চরম নাটক
৩৩,০০০ ফুট উচ্চতায় চরম নাটক রুশ মহিলার

Follow Us

মস্কো: বিমান ভর্তি যাত্রী, রয়েছে শিশুরাও। সকলের সামনে ঊর্ধ্বাঙ্গ অনাবৃত করে দিলেন মহিলা। শঙ্কিত যাত্রীদের উদ্দেশ্যে চিৎকার করে বললেন, তাদের সকলের মৃত্যু হবে। ওই অবস্থায় চেষ্টা করলেন ককপিটে ঢোকার। এক পুরুষ বিমানসেবক তাঁকে নিরস্ত্র করতে গেলে, তাঁর হাতে কামড় দিয়ে রক্ত বের করে দিলেন। শেষ পর্যন্ত বিজনেস ক্লাসের যাত্রীদের সাহায্যে ক্রু সদস্যরা তাঁকে অন্তর্বাস পরাতে সক্ষম হন। ক্যাপ্টেনের নির্দেশে তাঁকে প্লাস্টিকের হাতকড়াও পরানো হয়। ৩৩,০০০ ফুট উচ্চতায় চরম নাটকের সাক্ষী হলেন রাশিয়ার স্টাভ্রোপল থেকে মস্কোগামী, ‘অ্যারোফ্লোট’ সংস্থার এক বিমানের যাত্রীরা।

জানা গিয়েছে, প্লেনটি একটি এয়ার টার্বুল্যান্সে পড়ার পর, এই নাটকের সূচনা হয়েছিল। অ্যাঞ্জেলিকা মস্কভিতিনা নামে ৪৯ বছরের ওই মহিলা বিমানের শৌচাগারে ঢুকে দরজা বন্ধ করে দেন এবং শৌচাগারের ভিতর ধূমপান করা শুরু করেন। বিমানসেবকরা তাঁকে বাইরে বের হতে বললে, তিনি বাইরে এসে ঊর্ধ্বাঙ্গের সব পোশাক খুলে ফেলেন। এরপর তিনি জোর করে ককপিটে ঢুকতে যান। তাঁকে বাধা দেন বিমানসেবকরা। বিমানে শিশুরাও আছে বলে সতর্ক করে, তাঁকে পোশাক পরে নেওয়ার জন্য অনুরোধ করা হয়। কিন্তু, তিনি কারোর কথা কানে নেননি।

প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী মহিলা চিৎকার করে বলেন, “কেউ আমার কাছে আসবে না। আমি জানি, আমি যা করছি তার জন্য আমায় হয় পাগলা গারদে, অথবা কারাগারে যেতে হবে। আমায় মেরে ফেল, কিন্তু ধূমপান আমি করবই। আমাকে একা ছেড়ে দাও, আমাকে যেতে দাও”। বারবার করে তিনি এই কথাগুলিই আউরে যাচ্ছিলেন বলে জানা গিয়েছে।


অবশেষে অন্যান্য যাত্রীদের সহায়তায় তাঁর হাতে প্লাস্টিকের হাতকড়া পরানো হয় এবং অনাবৃত দেহ অন্তর্বাসে ঢেকে দেওয়া হয়। বিমানটি মস্কোর শেরেমেতিয়েভো বিমানবন্দরে অবতরণ না করা পর্যন্ত বিমানে এক চিকিৎসকের পর্যবেক্ষণ রাখা হয় তাঁকে। বিমান অবতরণের পর তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আক্রান্ত বিমানসেবককে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। উড়ান সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছে, “ওই মহিলা মদ্যপ অবস্থায় ছিলেন এবং বিমানযাত্রীর উপযুক্ত আচরণবিধির গুরুতর লঙ্ঘন করেছেন। ক্রু সদস্যরা তাঁকে বারবার সতর্ক করলেও তিনি তা উপেক্ষা করে ককপিটে প্রবেশের চেষ্টা করেছিলেন।” ওই মহিলার বিরুদ্ধে ফৌজদারি পদক্ষেপ করা হতে পারে।

Next Article