ঢাকা: বাংলাদেশে হিংসা-হামলা যেন থামতেই চাইছে না। ওপার বাংলায় বসবাসকারী হিন্দু ও সংখ্যালঘুদের উপরে প্রতিনিয়ত হামলার খবর আসছেই। এবার ভারতীয়দের উপরেও হামলার চেষ্টা। ত্রিপুরা থেকে কলকাতাগামী বাসে হামলা চালানোর অভিযোগ। বাংলাদেশের ব্রাহ্মণবেড়িয়ায় ইচ্ছাকৃতভাবে কলকাতাগামী ওই বেসরকারি পরিবহন সংস্থার বাসে ধাক্কা মারে একটি ট্রাক, এমনটাই জানা গিয়েছে। দুর্ঘটনায় অল্প আঘাত পান যাত্রীরা।
জানা গিয়েছে, ৩০ নভেম্বর ত্রিপুরার আগরতলা থেকে কলকাতা আসছিল শ্যামলী পরিবহনের বাস। বাংলাদেশের বিশ্ব রোডে হঠাৎ বাসটিকে সজোরে ধাক্কা মারে একটি বড় ট্রাক। কোনওমতে ব্রেক কষে বড়সড় দুর্ঘটনা এড়ান বাসের চালক। গোটা ঘটনায় চরম আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। অভিযোগ, দুর্ঘটনার পরই বাসে থাকা ভারতীয় যাত্রীদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়। ভারত বিরোধী স্লোগানও দেওয়া হয়।
#Bangladesh #IndianBusAttacked
A Shyamoli Paribahan bus traveling from #Tripura to Kolkata was attacked in the Brahmanbaria Bishwa Road area of Bangladesh. The Indian passengers onboard were left terrified following the incident. @MeghUpdates @MEABharat pic.twitter.com/ueZyFgUrpN
— 𝗣𝗿𝗶𝘁𝗵𝘄𝗶𝘀𝗵 𝗗𝗮𝘀 (@2prithish) November 30, 2024
এই বিষয়ে ত্রিপুরার পরিবহনমন্ত্রী জানান, কলকাতাগামী বাসটি সঠিক লেন ধরেই যাচ্ছিল। ইচ্ছাকৃতভাবে বাসের সামনে চলে আসে একটি অটো। সেই সময়ই পিছন থেকে ধাক্কা মারে ট্রাকটি। ত্রিপুরার মুখ্যমন্ত্রীও বাংলাদেশের হামলার কড়া নিন্দা করেন। হামলা না থামালে কড়া পদক্ষেপের কথাও বলেন তিনি।