TV9 বাংলা ডিজিটাল: করোনার প্রতিষেধক হিসাবে সবার আগে অনুমোদন পেয়েছে রাশিয়ার স্পুটনিক-ভি (Sputnik-V)। তবে দ্বিতীয় ও তৃতীয় ট্রায়াল না হওয়ার ফলে সর্বজনগ্রাহ্য হয়নি স্পুটনিক। চিনের (China) অনুমোদনপ্রাপ্ত সিনোভ্যাক ভ্যাকসিনেও তেমন সাড়া মেলেনি। এবার ব্রিটেনে আপদকালীন অনুমোদন পেল ফাইজ়ার ও বায়োনটেকের করোনা প্রতিষেধক। আগামী সপ্তাহ থেকেই ব্রিটেনের বিভিন্ন জায়গায় উপলব্ধ হবে ফাইজ়ারের (Pfizer) করোনা ভ্যাকসিন। বরিস জনসনের প্রশাসন জানিয়েছে আজ বুধবার ফাইজ়ার ও বায়োনটেকের করোনা প্রতিষেধককে অনুমোদন দিয়েছে ব্রিটেনের মেডিসিন অ্যান্ড হেলথকেয়ার প্রোডাক্টস রেগুলাটরি এজেন্সি। (MHRA)
ফাইজ়ারের সিইও অ্যালবার্ট বৌরলা ব্রিটেনে ফাইজ়ারের অনুমোদনকে ঐতিহাসিক পদক্ষেপ বলে জানিয়েছেন। তিনি বলেছেন, “এই অনুমোদনে প্রমাণ হল যা আমরা শুরুর দিন থেকে বলেছিলাম। বিজ্ঞানই জিতল।” এমএইচআরএ-র এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন ফাইজ়ার কর্তা। বৌরলা এ-ও জানিয়েছেন যে এবার বিশ্বের বাকি দেশগুলিতেও অনুমোদনের চেয়ে আবেদন করবে ফাইজ়ার।
ইতিমধ্যেই মার্কিন (USA) সিডিসির কাছে অনুমোদন চেয়ে আবেদন পত্র জমা করেছে ফাইজ়ার। ট্রায়ালে ভ্যাকসিন ৯৫ শতাংশ কার্যকরী বলে দাবি করেছে নির্মাতা সংস্থা। সূত্রের খবর, আমেরিকাতেও খুব তাড়াতাড়ি অনুমোদন পেতে পারে ফাইজ়ারের প্রতিষেধক। উল্লেখ্য, এই করোনা ভ্যাকসিনের ভূয়সী প্রশংসা করেছিলেন মার্কিন চিকিৎসাবিদ অ্যান্টনি ফৌসি।
ফাইজ়ার ছাড়াও ভ্যাকসিনের দৌড়ে রয়েছে মডার্না, স্পুটনিক-ভি ও অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার প্রতিষেধক। প্রায় সকল ভ্যাকসিনই চূড়ান্ত সফল বলে দাবি করছেন নির্মাতারা। যদিও বিশেষজ্ঞদের মতে মডার্নাই এগিয়ে এই ৩ ভ্যাকসিনের মধ্যে। অন্য দিকে হাফ ডোজ়েই ‘ম্যাজিক’ দেখাচ্ছে অক্সফোর্ড। সব মিলিয়ে ভ্যাকসিনের দুরন্ত রেষারেষি। মার্কিন সিডিসিতে মডার্নার অনুমোদন নিয়েও জোরদার আলোচনা চলছে।