McDonald’s and Subway : ফ্রিতে ম্যাকডোনাল্ডস ও সাবওয়েতে খেয়ে পাবেন লাখ টাকা বেতন, জানুন লোভনীয় চাকরির বিশদ

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

May 09, 2022 | 8:30 AM

McDonald's and Subway : ৬ টি শূ্ণ্যপদে টেকঅ্যাওয়ে টেস্টার নিয়োগ করছে ব্রিটেনের সংস্থা। বিনামূল্যে ম্যাকডোনাল্ডস ও সাবওয়েতে খেতে হবে এই চাকরিতে। মাস গেলে হাত পাওয়া যাবে প্রায় এক লক্ষ টাকা বেতনও।

McDonalds and Subway : ফ্রিতে ম্যাকডোনাল্ডস ও সাবওয়েতে খেয়ে পাবেন লাখ টাকা বেতন, জানুন লোভনীয় চাকরির বিশদ
প্রতীকী ছবি

Follow Us

লন্ডন : আপনি কি খেতে ভালোবাসেন! সঙ্গে চাকরিরও খোঁজে রয়েছেন! তাহলে হয়ত আপনার জন্য এই সুযোগ যথাযথ। এই চাকরিতে যোগ করলে আপনি পাবেন ম্যাকডোনাল্ডস ও সাবওয়েয়ের মতো ফাস্ট ফুড চেইনে বিনামূল্য়ে খাওয়ার সুযোগ। সঙ্গে উপরি পাওনা পারিশ্রমিক। এই পারিশ্রমিকের পরিমাণ শুনলে ঘুরতে পারে মাথা। বিখ্যাত এই দুই ফাস্ট ফুড চেনে শুধমাত্র খাওয়ার জন্য মাস গেলে আপনি পাবেন প্রায় এক লক্ষ টাকা। তাহলে কি এই চাকরি গ্রহণে আপনি রাজি? বিশ্বাস হল না তো! তাহলে জানুন আসুন ব্যাপার।

আদতেই এরকম চাকরি সুযোগ রয়েছে। ছয়টি শূণ্য পদে নিয়োগ চলছে। করণীয় বলতে শুধু ম্যাকডোনাল্ডস ও সাবওয়েরে মতো আউটলেটে খেতে যেতে হবে। MaterialsMarket.com নামের একটি সংস্থা এই নিয়োগ করছে। সংস্থার তরফে এই পদের নাম দেওয়া হয়েছে ‘টেকঅ্যাওয়ে টেস্টার’। এই সংস্থার মূল উদ্দেশ্য, ব্রিটেনের সবচেয়ে জনপ্রিয় ফাস্ট ফুডকে খুঁজে বের করা। সংস্থার তরফে এই পদে নিয়োগের জন্য ৬ টি শূণ্যপদের ঘোষণা করা হয়েছে। এই পদে নিয়োজিত কর্মীদের প্রতি মাসে বেতন হিসেবে দেওয়া হবে এক হাজার পাউন্ড অর্থাৎ প্রায় এক লক্ষ টাকা।

এই পদের জন্য নির্বাচিত কর্মীদের প্রতি মাসে দেশের ২০ টি আউটলেটে যেতে হবে। টেকঅ্যাওয়ে টেস্টাররা এই কাজের জন্য বিনামূল্যে গ্রেগের সসেজ, অমলেট এবং ম্যাকডোনাল্ডসের বিগ ম্যাক মিল এবং সাবওয়ের মিটবল মেরিনার মতো খাবার খেতে পারবেন। টেকঅ্যাওয়ে টেস্টারদের প্রতিবার খাবার খাওয়ার পরে বলতে হবে যে খাওয়ার পর তাঁদের কেমন লাগছে। প্রতি ‘মিল’-এর পরে, তাদের এও জানাতে হবে যে খাওয়ার পর কতক্ষণ তাদের পেট ভরা থাকছে। এছাড়াও তাঁদের ভিতরে শক্তির মাত্রা কেমন। এই কাজের জন্য সংস্থা পেশাদার পুষ্টিবিদও নিয়োগ করছে। এই কাজের পিছনে সংস্থার মূল উদ্দেশ্যই হল সেরা টেকঅ্যাওয়ে বিকল্পগুলিকে খুঁজে বের করা। এর জন্যে একপ্রকারের সমীক্ষার জন্য টেকঅ্যাওয়ে টেস্টারদের নিয়োগ করা হচ্ছে। এই চাকরিতে, সংস্থা Cএক মাসের মধ্যে টেকঅ্যাওয়ে পরীক্ষকদের খাবার এবং পানীয়ের জন্য টাকা দিয়ে দেবে।

Next Article