লন্ডন: বিশ্বের অন্যতম ধনী ব্যক্তিদের তালিকায় রয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক (Rishi Sunak) এবং তাঁর স্ত্রী অক্ষতা মূর্তি (Akshata Murti)। গত বছর সম্পত্তির পরিমাণের দৌড়ে রানি এলিজাবেথকেও টেক্কা দিয়েছিলেন ভারতীয় বংশোদ্ভূত এই ব্রিটিশ প্রধানমন্ত্রী (UK PM) ও তাঁর স্ত্রী। তবে গত এক বছরে তাঁদের সম্পত্তির পরিমাণ কমেছে। একেবারে ২০০ মিলিয়ন পাউন্ড কমেছে। ফলে ধনীতম ব্যক্তিদের (Richest man) তালিকাতেও তাঁদের স্থান অনেকটা নীচে নেমে গেল। টসানডে টাইমস রিচ’-এর সমীক্ষা অনুযায়ী, ধনীতম ব্যক্তিদের তালিকায় বর্তমানে ২৭৫ স্থানে নেমে এসেছেন সুনক দম্পতি। তাঁদের বর্তমানে মোট সম্পত্তির পরিমাণ ৫২৯ মিলিয়ন পাউন্ড।
‘সানডে টাইমস রিচ’-এর তালিকা অনুযায়ী, গত বছর ধনীতম ব্যক্তিদের তালিকায় ২২২ তম স্থানে ছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক এবং তাঁর স্ত্রী অক্ষতা মূর্তি। তাঁদের মোট সম্পত্তির পরিমাণ ছিল ৭৩০ মিলিয়ন পাউন্ড। কিন্তু, সাম্প্রতিক সমীক্ষায় দেখা যাচ্ছে, সুনক দম্পতির মোট সম্পত্তির পরিমাণ প্রায় ২০০ মিলিয়ন পাউন্ড কমে গিয়েছে। ফলে তাঁদের সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে ৫২৯ মিলিয়ন পাউন্ডে। মূলত, অক্ষতা মূর্তির বাবা নারায়ণ মূর্তি ভারতের অন্যতম তথ্য-প্রযুক্তি সংস্থা ইনফোসিস-এর প্রতিষ্ঠাতা। সম্প্রতি এই প্রতিষ্ঠানে তাঁদের শেয়ারমূল্য কমে যাওয়ার কারণেই সম্পত্তির পরিমাণ খানিক কমেছে।
প্রধানমন্ত্রী হিসাবে ঋষি সুনকের বার্ষিক বেতন ১,৬৫,০০০ পাউন্ড। গত বছরের অক্টোবরে সাংসদ থেকে প্রধানমন্ত্রী হওয়ার পর স্বাভাবিকভাবেই তাঁর বেতন বেড়েছে। কিন্তু, তাঁর সম্পত্তির পরিমাণ যে হারে কমেছে, সেই হারে তাঁর বেতন বাড়েনি। ফলে ধনীতম ব্যক্তির তালিকায় তাঁর নাম কিছুটা কমল।
যদিও সম্পত্তির পরিমাণ, ধনীতম ব্যক্তিদের তালিকায় স্থান নিয়ে উদ্বিগ্ন নন ঋষি সুনক। গত বছর মোট সম্পত্তির পরিমাণে রানি এলিজাবেথকে টেক্কা দেওয়ার পর যখন তিনি রীতিমতো চর্চায় উঠে আসেন, তখন তিনি সমস্ত চর্চার ঊর্ধ্বে উঠে বলেন, “আমি মনে করি আমাদের দেশে আমরা লোকেদের বিচার করি তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে নয়, আমরা তাঁদের বিচার করি তাঁদের চরিত্র এবং তাঁদের কাজের দ্বারা। হ্যাঁ, আমি সত্যিই ভাগ্যবান যে আমি এখন যে পরিস্থিতিতে আছি। কিন্তু জন্ম থেকে আমি ছিলাম না।”