লন্ডন: বিদেশেই বেড়ে ওঠা, লেখাপড়া। কর্মজীবনও সেখানেই। তবুও ভোলেননি নিজের ভারতীয় শিকড়কে। সেই কারণেই জীবনের নতুন অধ্যায় শুরু করার আগে ভারতীয় রীতি মেনে হাতের কবজিতে বেঁধে নিলেন লাল সুতো, যা কালাওয়া বা মৌলি নামেও পরিচিত। কথা হচ্ছে ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনকের। তিনিই প্রথম ভারতীয় বংশোদ্ভূত, যিনি ব্রিটেনের প্রধানমন্ত্রী পদে বসেছেন। প্রধানমন্ত্রী হিসাবে মঙ্গলবার, ১০ ডাউনিং স্ট্রিটে প্রথম বক্তব্য পেশ করেন ঋষি সুনক। সেখানেই উপস্থিত জনতাক দিকে হাত নাড়তেই, চোখে পড়ল হাতের লাল সুতো।
সূত্রের খবর, হিন্দু রীতিতে পুজো করেই ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসাবে নতুন যাত্রা শুরু করেন ঋষি সুনক। শত্রুদের বিরুদ্ধে বিজয় লাভ করতে ও নিজের রক্ষার জন্য হাতে যে লাল সুতো বাঁধা হয়, সেই নিয়মও অনুসরণ করেছেন ভারতীয় বংশোদ্ভূত সুনক। ১০ ডাউনিং স্ট্রিটে হাত নাড়তেই নজরে পড়ে সেই লাল ধাগা।
উল্লেখ্য, এই প্রথম নয়, এর আগেও একাধিকবার ভারতীয় শিকড়ের প্রমাণ দিয়েছেন ঋষি সুনক। প্রধানমন্ত্রী হওয়ার আগে তিনি যখন ইয়র্কশায়ারের সাংসদ ছিলেন, সেই সময় গীতার উপর হাত রেখে শপথবাক্য পাঠ করেছিলেন। এছাড়াও বরিস জনসনের মন্ত্রিসভায় অর্থমন্ত্রী থাকাকালীনও বাড়িতে প্রদীপ জ্বালিয়ে দীপাবলি পালন করতে দেখা যায়। দেড় মাস আগে তিনি যখন প্রথমবার ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে অংশগ্রহণ করেছিলেন লিজ ট্রাসের বিরুদ্ধে, সেই সময় গো-মাতাকেও পুজো করতে দেখা গিয়েছিল ঋষি সুনককে।
নিজের ভারতীয় যোগের কথা কখনওই অস্বীকার করেননি সুনক। গতবারের নির্বাচনী প্রচারে তাঁর মা-বাবার জীবন সংগ্রাম থেকে শুরু করে, ভারতে দাদু-দিদার জীবন কাহিনিও শুনিয়েছিলেন তিনি। এছাড়া তাঁর স্ত্রী অক্ষতা মূর্তিও ভারতীয়। ইনফোসিস কর্তা নারায়ণ মূর্তি ও সুধা মূর্তির জামাতা ঋষি সুনক। স্ত্রী-সন্তানদের নিয়ে বেঙ্গালুরুতে নারায়ণ মূর্তির পরিবারের সঙ্গেও দেখা করতে এসেছিলেন ঋষি সুনক।
মঙ্গলবার ঋষি সুনক ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হন। তিনিই প্রথম অ-শেতাঙ্গ, ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ প্রধানমন্ত্রী। ৪২ বছর বয়সেই প্রধানমন্ত্রী হওয়ায়, ব্রিটেনের ২০০ বছরের ইতিহাসে কনিষ্ঠতম প্রধানমন্ত্রী হিসাবেও নিজের নাম লিখিয়েছেন ঋষি সুনক। রাজা তৃতীয় চার্লসের হাত দিয়ে দায়িত্ব গ্রহণ করা প্রথম প্রধানমন্ত্রীও তিনিই হলেন।