লন্ডন: হু হু গতিতে ব্রিটেনে ছড়াচ্ছে করোনার ডেল্টা স্ট্রেন (Delta Strain)। পরিসংখ্যান বলছে, সে দেশে আরও ৩৫ হাজার ২০৪ জন ডেল্টা পজিটিভ হয়েছেন। যার ফলে ৪৬ শতাংশ বৃদ্ধি পেয়ে সে দেশে এখন ডেল্টায় আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ১১ হাজার ১৫৭। শুধু ডেল্টাতেই শেষ নয়, মিউটেশনের মাধ্যমে ডেল্টা প্লাসও সে দেশে ছড়াচ্ছে। যা অতি সংক্রামক।
সে দেশে প্রায় ৯৫ শতাংশ আক্রান্তের নমুনা জিনোম সিকোয়েন্সিং করলেই ডেল্টা স্ট্রেন পাওয়া যাচ্ছে। তবে স্বস্তির খবর একটাই, ভ্যাকসিনের ২ ডোজ় ডেল্টার বিরুদ্ধেও কার্যকরী। ব্রিটেনের স্বাস্থ্য নিরাপত্তা এজেন্সির চিফ এগজ়িকিউটিভ জেনি হেরিস জানান, টিকাকরণে সাফল্য এসেছে। এ বার করোনার শৃঙ্খল ভাঙতে হবে। তিনি এ-ও বলেন, “করোনা প্রতিষেধকের ২ ডোজ় অধিক কার্যকরী। তাই সুযোগ পেলেই এগিয়ে এসে দ্বিতীয় ডোজ় নিন।” পাশাপাশি ভ্যাকসিন নিলেও করোনাবিধি মেনে চলার আর্জি জানান জেনি।
ব্রিটেনের জনস্বাস্থ্য বিভাগ জানিয়েছে, অন্য একটি ভ্যারিয়েন্ট ল্যাম্বডা ভ্যারিয়েন্ট অব ইন্টারেস্টের তকমা দিয়েছে তারা। এই ভ্যারিয়েন্ট প্রাথমিক ভাবে পেরুতে ছড়িয়েছিল। তারপর বিশ্বের ২৯টি দেশে হদিশ মিলেছে ল্যাম্বডার। ব্রিটেনে এ পর্যন্ত ৬ করোনা আক্রান্তর নমুনায় ল্যাম্বডা ভ্যারিয়েন্ট মিলেছে।
কী এই ডেল্টা স্ট্রেন?
ডেল্টা স্ট্রেন হল বি.১.৬১৭। এটি মূলত ডবল মিউট্যান্ট স্ট্রেন। গত বছর অক্টোবরে এটি ভারতে ছড়িয়ে পড়েছিল। বিশেষজ্ঞদের একাংশের মতে, ভারতে করোনা দ্বিতীয় ঢেউয়ের পিছনে আসল কারণ ডেল্টাই। ডেল্টা হল দুটি স্ট্রেনের মিশ্রণ। ই৪৮৪কিউ (E484Q) ও এল ৪২৪আর (L424R) এই দুই স্ট্রেন মিলে তৃতীয় স্ট্রেন ডেল্টা তৈরি হয়েছে। যা আগের থেকে বেশি ক্ষতিকারক।
ডেল্টা প্লাসের উৎপত্তি:
নতুন ডেল্টা প্লাস বা বি.১.৬১৭.২.১ ভ্যারিয়েন্টের উৎপত্তি হয়েছে অতি সংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্টের মিউটেশন থেকেই। আগের ডেল্টা ভ্যারিয়েন্টে যে এন৫০১ওয়াই মিউটেশন হয়েছিল, তার সঙ্গে নতুনভাবে কে৪১৭এন মিউটেশনও হয়েছে, অর্থাৎ নতুন ডেল্টা প্লাসে ভাইরাসের দুটি অভিযোজিত রূপই রয়েছে।
আরও পড়ুন: জর্জ ফ্লয়েড কাণ্ডের ফয়সালা, সাড়ে ২২ বছর জেল অভিযুক্ত শভিনের