লন্ডন: ব্রিটেনে শুরু হল করোনা অক্সফোর্ডের করোনা প্রতিষেধকের (COVID vaccine) টিকাকরণ। সে দেশে প্রথম করোনা টিকা নিলেন ৮২ বছর বয়সী ব্রেইন পিঙ্কার। করোনার নতুন ‘স্ট্রেনের’ ফলে কার্যত করোনা ‘বিধ্বস্ত’ হয়েছিল ব্রিটেন। হু হু করে সংক্রমণ ছড়িয়েছিল সে দেশে। ব্রিটেনের স্ট্রেন রুখতে একাধিক দেশ ব্রিটেনের সঙ্গে উড়ান পথে যোগাযোগ বন্ধ করেছিল। এমতাবস্থায় ফাইজ়ারের পর কোভিশিল্ডের টিকাকরণ শুরু হওয়ায় সে দেশে করোনা পরিস্থিতির উন্নতি হবে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের।
ব্রিটেন সবার আগে আপদকালীন অনুমোদন দিয়েছিল ফাইজ়ার ও বায়োএনটেকের করোনা প্রতিষেধককে। এবার সে দেশে ৫ লক্ষ ৩০ হাজার ডোজ় নিয়ে অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকার করোনা প্রতিষেধকের প্রথম দফার টিকাকরণ শুরু হল। টিকা নিয়ে পিঙ্কার বলেন, “আমি অক্সফোর্ড ভ্যাকসিন নিয়ে খুব খুশি।” কোভিশিল্ডের টিকাকরণ শুরু হওয়ায় উচ্ছ্বসিত স্বাস্থ্য সচিব মেট হ্যানক। টুইট করে তিনি লিখেছেন, “মহামারী যুদ্ধে এটা একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”
ইতিমধ্যেই ব্রিটেনে প্রায় ১০ লক্ষ মানুষ ফাইজ়ারের করোনা টিকা পেয়েছেন। প্রধানমন্ত্রী বরিস জনসন জানিয়েছেন, আগামী ৩ মাসের মধ্যে আরও বেশি সংখ্যক মানুষ করোনা প্রতিষেধক পেয়ে যাবেন। প্রসঙ্গত, দেশেও ছাড়পত্র পেয়েছে কোভিশিল্ড। ছাড়পত্র পেয়েছে আইসিএমআর ও ভারত বায়োটেকের করোনা প্রতিষেধক কোভ্যাকসিনও। যদিও অসম্পূর্ণ পর্বের ট্রায়ালের ফল না আসার আগে কোভ্যাকসিনকে ছাড়পত্র দেওয়ায় প্রশ্নের মুখে পড়তে হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রককে।
আরও পড়ুন: আগে ভারত, তারপর বিদেশে রফতানি, সেরাম কর্তার বক্তব্যে টিকা নিয়ে ধন্দে বাংলাদেশ!
তবে স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধনও সাফ জানিয়েছেন প্রোটোকল মেনেই অনুমোদন দেওয়া হয়েছে কোভ্যাকসিনকে। পাশাপাশি তিনি এ-ও দাবি করেছেন করোনার নতুন স্ট্রেনের বিরুদ্ধেও কার্যকরী হবে ভারত বায়োটেকের কোভ্যাকসিন।