বাড়ি বাড়ি ঘুরছে তালিবান, প্রাণ খোয়াতে পারেন মার্কিন ও ন্যাটো বাহিনীকে সমর্থনকারীরা

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Aug 20, 2021 | 10:43 AM

রাষ্ট্রপুঞ্জের গোপন গোয়েন্দা নথিতে জানানো হয়েছে, তালিবানরা বাড়ি বাড়ি ঘুরছে। যারাই মার্কিন বা ন্যাটো বাহিনীর সহায়তা করেছে, তাদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে।

বাড়ি বাড়ি ঘুরছে তালিবান, প্রাণ খোয়াতে পারেন মার্কিন ও ন্যাটো বাহিনীকে সমর্থনকারীরা
ফাইল ছবি

Follow Us

কাবুল: দু’দিন আগেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আশঙ্কা প্রকাশ করে বলেছিলেন, যারা মার্কিন সেনাকে সাহায্য করেছিলেন, তাদের সুরক্ষার কী হবে। সেই আশঙ্কাটি যে কতটা সত্যি ছিল, তা হাড়ে হাড়ে টের পাওয়া যাচ্ছে। রাষ্ট্রপুঞ্জের গোয়েন্দা নথিতে বলা হয়েছে, প্রতিটি বাড়িতে যাচ্ছে এবং তাদের বিরোধীদের সম্পর্কে খোঁজখবর নিচ্ছে তালিবানরা।

রবিবার ক্ষমতা দখলের পরই তালিবানদের তরফে জানানো হয়েছিল যে, সকলকে ক্ষমা করে দেওয়া হয়েছে। তারা কেবল শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরই চান। দেশের কোনও নাগরিককে ক্ষতি করা হবে না। ১৯৯৬ থেকে ২০০১ সাল অবধি যে তালিবানি শাসন দেখা গিয়েছিল, তার থেকে বর্তমান শাসন সম্পূর্ণ ভিন্ন হবে। এই শাসনে নারীদের সুরক্ষা ও অধিকার সুনিশ্চিত করা হবে। তবে তালিবানের মিষ্টি কথায় ভুলতে রাজি নয় আফগানিস্তানের বাসিন্দারা। তাই এখনও তারা দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছে।

এ দিকে, রাষ্ট্রপুঞ্জের গোপন গোয়েন্দা নথিতে জানানো হয়েছে, তালিবানরা বাড়ি বাড়ি ঘুরছে। যারাই মার্কিন বা ন্যাটো বাহিনীর সহায়তা করেছে, তাদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে। নরওয়েয়ান সেন্টার ফর গ্লোবাল অ্যানালাইসিসের তরফে তৈরি এই রিপোর্টে বলা হয়েছে, যারা বিমানবন্দরে যাচ্ছে, তাদেরও পরিচয় জানার চেষ্টা করছে তালিবানরা। যারা শরিয়া আইন মানতে রাজি নয় বা তালিবানদের বিরুদ্ধে প্রতিবাদ দেখিয়েছেন, তাদের নিশানা বানাচ্ছে তালিবানরা। যেকোনও মুহূর্তে আঘাত নেমে আসতে পারে তাদের উপর।  মার্কিন বা ন্যাটো বাহিনীর সহায়তা যারা করেছেন, তাদের পরিবারকেও রেয়াত করা হবে না বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

যদিও অতীতের মতোই এ বারও তালিবানদের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে এবং বলা হয়েছে যে তালিবানিদের গৃহস্থ বাড়িতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মহিলা ও সাংবাদিকদেরও নতুন আইনে  শরিয়ত মেনে পোশাক থেকে শুরু করে চাকরির স্বাধীনতা দেওয়া হবে বলে জানানো হলেও মহিলা সাংবাদিকদের অফিসে ঢুকতে না দেওয়া থেকে শুরু করে প্রকাশ্যে মারধরের ঘটনাও ধরা পড়েছে এই ক’দিনের মধ্যেই।

তালিবানি শাসন থেকে রক্ষা পেতে সোমবার থেকেই দেশ ছেড়ে পালাচ্ছেন সাধারণ মানুষ। অনেকেই আবার পথে তালিবানদের বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন। তালিবানের চোখ রাঙানি এড়িয়ে মহিলারাও আলাদাভাবে প্রতিবাদ মিছিল বের করেছে। গতকালই স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে এলোপাথাড়ি গুলি চালানোর ঘটনায় কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আরও পড়ুন: কান্দাহার-হেরাতের ভারতীয় দূতাবাসে লুঠপাট চালাচ্ছে তালিবান, হাতিয়ে নিল গোপন নথিও

Next Article