বাফালো: বন্দুকবাজের হামলায় কেঁপে উঠল আমেরিকার বাফালো (Buffalo)। ৬৭ বছর বয়সী এক বন্দুকবাজ মঙ্গলবার বাফালোর একটি স্বাস্থ্য কেন্দ্রে হামলা চালায়। ঘটনায় গুরুতর জখম হন ৫ জন। জখমদের হাসপাতালে ভর্তি করা হলে মঙ্গলবার রাতেই প্রাণ হারান এক ব্যক্তি। বাকি ৩ জনের চিকিৎসা চলছে। ১ জনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকাল ১১ টার আগে বাফালোর আলিয়ানা ক্লিনিকে এই হামলা হয়।
বন্দুকবাজের হামলার পর সেখানে বিস্ফোরণও হয়েছে বলে খবর। বিস্ফোরণের পর স্বাস্থ্য কর্মীরা তাড়হুড়ো করে স্বাস্থ্য কেন্দ্র ছেড়ে পালিয়ে যান। ঘটনায় অভিযুক্ত ৬৭ বছরের গ্রেগরি উলরিককে ইতিমধ্যেই গ্রেফতার করেছে মিনিয়াপোলিসের পুলিশ। তবে কীভাবে বিস্ফোরণ হয়েছে, সে সম্পর্কে এখনও সঠিক কোনও তথ্য পায়নি পুলিশ।
সে দেশের সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, আগে উলরিকের চিকিৎসা এই হাসপাতাল থেকেই হয়েছিল। সেক্ষেত্রে পূর্ববর্তী কোনও অভিজ্ঞতার জেরে উলরকি এই ঘটনা ঘটিয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি কোনও নির্দিষ্ট স্বাস্থ্যকর্মীকে আঘাত করতে ফন্দি এঁটে অভিযুক্ত এসেছিল কিনা, সে দিকটাও খতিয়ে দেখছে পুলিশ। তবে উলরিকের বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ রয়েছে। ঘটনার বর্ণনা দিতে পুলিশ প্রধান বুডকে ঘটনাকে অত্যন্ত মর্মস্পর্শী বলে জানান। শেরিফ সিন ডেরিঞ্জার জানান, ঘটনায় তিনি আঘাতপ্রাপ্ত।
আরও পড়ুন: পাকিস্তানে মন্দির বানাতে হবে অবিলম্বে, নির্দেশ সুপ্রিম কোর্টের
যে শহরে বন্দুকবাজের হামলা হয়েছে, সেখানে ১৫ হাজার মানুষের বাস। তবে ক্লিনিকে হামলার পর ওই শহরে আর কোথাও হামলার খবর পাওয়া যায়নি। ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যায়, বিস্ফোরণের পর কেঁপে উঠছে জানালা। সঙ্গে সঙ্গে চাঞ্চল্য ছড়ায় গোটা অঞ্চলে। তবে মার্কিন মুলুকে বন্দুকবাজের হামলা প্রথম নয়। এর আগে একাধিকবার বন্দুকবাজের হামলা হয়েছে আমেরিকায়। এই ঘটনার সঙ্গে কোনও জঙ্গি সংগঠনের সংযোগের কথা এখনও জানা যায়নি।