তেল আভিভ: গাজা এবং ওয়েস্ট ব্যাঙ্কের জন্য ১০ কোটি ডলার অর্থসাহায্যের ঘোষণা করলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। মানবিকতার খাতিরেই এই অর্থসাহায্য বলে জানিয়েছেন তিনি। বুধবারই ইজরায়েলে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট। সেখান থেকেই তিনি এই ঘোষণা করেছেন। এ বিষয়ে বাইডেন জানিয়েছেন, গাজাবাসীর খাদ্য, পানীয় জল, ওষুধ এবং আশ্রয়ের প্রয়োজন। সেই জন্যই এই সাহায্য। এমনকি গাজাবাসীর জন্য মানবিক সাহায্য করতে ইজরায়েসের মন্ত্রিসভাকেও অনুরোধ করেছেন তিনি।
প্যালেস্তাইনের ভূখণ্ড গাজা এবং ওয়েস্ট ব্যাঙ্কের জন্য অর্থসাহায্যের ঘোষণা করে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, “এই অর্থসাহায্য ১০ লক্ষেরও বেশি যুদ্ধপীড়িত প্যালেস্তাইনবাসীর সাহায্যে লাগবে। আমরা এই সাহায্য করছি যাদের প্রয়োজন তাঁদের জন্য। হামাস জঙ্গিগোষ্ঠীর জন্য নয়।”
গাজাবাসীর জন্য অর্থসাহায্য করলেও হামাসের বিরুদ্ধে যুদ্ধে আমেরিকা যে ইজরায়েলের পাশেই রয়েছে, সে কথাও সাফ বুঝিয়ে দিয়েছেন বাইডেন। এমনকি গাজার হাসপাতালে হামলা ইজরায়েল চালায়নি বলেও জানিয়েছেন তিনি। ইজরায়েলের উপর হামাসের হামলাকে ৯/১১ এর সঙ্গেও তুলনা করেছেন তিনি। এ বিষয়ে বলেছেন, “ আমরা এটাকে ইজরায়েলের ৯/১১ হিসাবে দেখছি। তবে ইজরায়েল যে আকারের দেশ তার কাছে এটা ১৫টা ৯/১১-এর সমান।” এর পাশাপাশি ইজরায়েলকেও পরামর্শ দিয়েছেন। ইজরায়েলের উদ্দেশে তিনি বলেছেন, “ইজরায়েল ইহুদি রাষ্ট্র। আবার গণতান্ত্রিক রাষ্ট্রও। তাই জঙ্গিদের নিয়মে চললে হবে না। নিজেদেরই নিয়মে চলতে হবে।” সেই সঙ্গে ইজরায়েলকে তিনি মনে করিয়েছেন সব প্যালেস্তাইনবাস হামাসের সদস্য বা সমর্থক নয়।