US New Tariffs: ভারতের থেকে কম শুল্ক দেবে বাংলাদেশ-পাকিস্তান! ট্রাম্পের ‘ট্যারিফ রোষ’ কোন দেশকে সবথেকে বেশি পোহাতে হবে?
US New Tariffs: পড়শি কানাডার উপরে শুল্ক ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৩৫ শতাংশ করে দিয়েছেন। কানাডা বেআইনি মাদক কারবার প্রতিরোধে ব্যর্থ হয়েছে বলেই নাকি এই অতিরিক্ত শুল্কের কোপ।

ওয়াশিংটন: একা ভারতের ঘাড়ে নয়, একসঙ্গে এবার একাধিক দেশের উপরেই নেমে এল আমেরিকার শুল্কের খাঁড়া। বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এগজেকিউটিভ অর্ডার সই করলেন রেসিপ্রোকাল ট্যারিফের। কোনও দেশের উপরে ১০ শতাংশ, কোনও দেশের উপরে আবার ৪১ শতাংশ, বিভিন্ন হারে শুল্ক চাপিয়েছেন তিনি। আবার কোনও কোনও দেশের উপরে শুল্ক বাড়িয়েও দিয়েছেন।
একদিকে যেখানে একাধিক দেশের উপরে শুল্ক চাপানোর ঘোষণা করেছেন ট্রাম্প, সেখানেই পড়শি কানাডার উপরে শুল্ক ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৩৫ শতাংশ করে দিয়েছেন। কানাডা বেআইনি মাদক কারবার প্রতিরোধে ব্যর্থ হয়েছে বলেই নাকি এই অতিরিক্ত শুল্কের কোপ। কানাডার পাশাপাশি একাধিক দেশে শুল্ক ঘোষণা করা হয়েছে।
- আমেরিকা সবথেকে বেশি শুল্ক চাপিয়েছে সিরিয়ার উপরে। ৪১ শতাংশ শুল্ক ঘোষণা করা হয়েছে।
- ৪০ শতাংশ শুল্ক চাপানো হয়েছে লাওস ও মায়ানমারের উপরে।
- ৩৯ শতাংশ শুল্ক দিতে হবে সুইৎজারল্যান্ডকে।
- ৩৫ শতাংশ শুল্ক চাপানো হয়েছে ইরাক ও সার্বিয়ার উপরে।
- ৩০ শতাংশ শুল্ক ঘোষণা করা হয়েছে আলজেরিয়া, বসনিয়া, লিবিয়া, দক্ষিণ আফ্রিকা ও হেরজ়েগোভিনার উপরে।
- ২৫ শতাংশ শুল্ক দেবে ভারত। পাশাপাশি ব্রুনেই, কাজাকস্তান, মলডোভা ও টিউনেশিয়াও ২৫ শতাংশ শুল্ক দেবে।
- ২০ শতাংশ শুল্ক দিতে হবে বাংলাদেশ, শ্রীলঙ্কা, তাইওয়ান ও ভিয়েতনামকে।
- ১৯ শতাংশ শুল্ক দিতে হবে পাকিস্তান, মালয়শিয়া, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া, ফিলিপিন্স ও থাইল্যান্ডকে।
- ১৮ শতাংশ শুল্ক দেবে নিকারাগুয়া।
- ১৫ শতাংশ শুল্ক দিতে হবে ইজরায়েল, জাপান, তুরস্ক, নাইজেরিয়া, ঘানা সহ একাধিক দেশকে।
- ১০ শতাংশ শুল্ক, যা সর্বনিম্ন তা দিতে হবে ব্রাজিল, ইংল্যান্ড ও ফকল্যান্ড আইল্যান্ডকে।
ইউরোপীয় ইউনিয়নকে আপাতত শুল্কে অনেক ছাড় দেওয়া হয়েছে। যে পণ্য়গুলির উপরে ১৫ শতাংশের বেশি কর বসে, সেগুলিকে ট্যারিফ থেকে ছাড় দেওয়া হয়েছে।
১ অগস্ট থেকেই ট্যারিফ কার্যকর করার কথা প্রেসিডেন্ট ট্রাম্প বললেও, হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে, তারা এই নতুন ট্যারিফ কার্যকর হওয়ার দিন ঘোষণা করবে।

