AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Donald Trump: ‘পুতিন ভালভাবে কথা বলে, তারপর সবাইকে বোমা মারে’, আবার যুদ্ধে ধুনো দিচ্ছেন ট্রাম্প?

Russia-Ukraine War: পুতিনের উপরে আশাহত ট্রাম্প। কার্যত খোঁচা দিয়েই ট্রাম্প বলেন, "পুতিন বহু মানুষকে অবাক করে দিয়েছে। ওঁ  ভালভাবে কথা বলে, তারপর বিকেলেই সবাইকে বোমা মারে।"

Donald Trump: 'পুতিন ভালভাবে কথা বলে, তারপর সবাইকে বোমা মারে', আবার যুদ্ধে ধুনো দিচ্ছেন ট্রাম্প?
ফাইল চিত্র।Image Credit: Kremlin Press Office / Handout/Anadolu Agency/Getty Images
| Updated on: Jul 14, 2025 | 11:39 AM
Share

ওয়াশিংটন: বলেছিলেন ক্ষমতায় এলে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাবেন। সেখানেই যুদ্ধে ফের নাক গলাচ্ছেন ট্রাম্প। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আক্রমণ করে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বললেন, “পুতিন ভালভাবে কথা বলেন, তারপর সবাইকে বোমা মারেন।”

রবিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন যে ওয়াশিংটন তাদের প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম পাঠানো হচ্ছে ইউক্রেনে। তবে কতগুলি যুদ্ধবিমান বা অস্ত্র পাঠানো হবে, সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি। ইউক্রেনের সুরক্ষার প্রয়োজন বলেই তিনি এই সাহায্য করছেন বলে জানিয়েছেন। নতুন করে রাশিয়ার উপরে নিষেধাজ্ঞা চাপানোর ইঙ্গিতও দেন তিনি।

পুতিনের উপরে আশাহত ট্রাম্প। কার্যত খোঁচা দিয়েই ট্রাম্প বলেন, “পুতিন বহু মানুষকে অবাক করে দিয়েছে। ওঁ  ভালভাবে কথা বলে, তারপর বিকেলেই সবাইকে বোমা মারে।”

আজ সোমবার আমেরিকার বিশেষ প্রতিনিধি যাচ্ছেন ইউক্রেন সফরে। অন্যদিকে, আজ ট্রাম্পও ন্যাটো (NATO)-র সেক্রেটারি জেনারেল মার্ক রুটের সঙ্গে সাক্ষাত করবেন। সেই পরিস্থিতিতেই ট্রাম্পের এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

এদিকে চলতি মাসের শুরুতেই আমেরিকা জানিয়েছিল, ইউক্রেনে আপাতত অস্ত্র সাহায্য বন্ধ রাখবে। নতুন চুক্তি করা হবে, যাতে ন্যাটো-কেই টাকা দিতে হবে আমেরিকাকে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও বলেছিলেন যে আমেরিকার সঙ্গে বহুস্তরীয় চুক্তি করা হচ্ছে।