AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

US-Russia: রুশ তেল কেনায় ভারতকে ‘সাজা’, সেই পুতিনের সঙ্গেই দেখা করতে ছুটছেন ট্রাম্প! কী হবে?

Trump-Putin Meeting: ট্রাম্প যে বৈঠকের পরিকল্পনা করছেন,সেই বৈঠকে ট্রাম্প, পুতিন এবং জেলেনস্কি থাকবেন। বুধবার ইউরোপীয় নেতাদের সাথে এক ফোনালাপে ট্রাম্প তাঁর পরিকল্পনা প্রকাশ করেন, যার মধ্যে জেলেনস্কিও ছিলেন।

US-Russia: রুশ তেল কেনায় ভারতকে 'সাজা', সেই পুতিনের সঙ্গেই দেখা করতে ছুটছেন ট্রাম্প! কী হবে?
ফাইল চিত্র।Image Credit: PTI
| Updated on: Aug 07, 2025 | 7:09 AM
Share

ওয়াশিংটন: গোটা বিশ্ব রাজনীতি তোলপাড় করে দিচ্ছেন এক ব্যক্তি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একদিকে তিনি রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারতের উপরে শুল্ক চাপাচ্ছেন, তা দ্বিগুণ করে দিচ্ছেন, অন্যদিকে আবার তিনি নিজেই দেখা করতে চলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে।

এক সপ্তাহ আগেই একযোগে ভারত ও রাশিয়াকে আক্রমণ করে দুই দেশের অর্থনীতিকে “মৃত” বলেছিলেন ট্রাম্প। এবার ভারতের উপরে শুল্ক বাড়িয়ে ৫০ শতাংশ করার পর রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।

জানা গিয়েছে, আগামী সপ্তাহেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ব্যক্তিগত সাক্ষাৎ করতে চান ট্রাম্প। ওই বৈঠকের পর আরও একটি বৈঠক হবে, যেখানে উপস্থিত থাকবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও। বরং বৈঠকে থাকবেন না কোনও ইউরোপীয় ইউনিয়নের নেতা।

নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প যে বৈঠকের পরিকল্পনা করছেন,সেই বৈঠকে ট্রাম্প, পুতিন এবং জেলেনস্কি থাকবেন। বুধবার ইউরোপীয় নেতাদের সাথে এক ফোনালাপে ট্রাম্প তাঁর পরিকল্পনা প্রকাশ করেন, যার মধ্যে জেলেনস্কিও ছিলেন।

হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট যদিও উল্টে সুরেই বলেন, “রাশিয়া প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে দেখা করার আগ্রহ দেখিয়েছে। পুতিন ও জেলেনস্কির সঙ্গে প্রেসিডেন্ট আলোচনায় বসতে রাজি। প্রেসিডেন্ট ট্রাম্প চান, এই ভয়ঙ্কর যুদ্ধ শেষ হোক।”

তবে পুতিন এবং জেলেনস্কি মার্কিন প্রেসিডেন্টের এই সাক্ষাৎ-বৈঠকের পরিকল্পনায় রাজি হয়েছেন কি না, সে সম্পর্কে জানা যায়নি।

প্রসঙ্গত, ক্ষমতায় আসার আগে থেকেই ট্রাম্প বলে আসছেন যে তিনি রাশিয়া-ইউক্রেনের যুুদ্ধ থামাতে পারবেন। যদিও জেলেনস্কিই হোক বা রুশ প্রেসিডেন্ট পুতিন, কারোর সঙ্গেই এর আগের বৈঠকগুলি বিশেষ ফলপ্রসূ হয়নি। এই বৈঠক হলে, তার ফলাফল কী হয়, তাই-ই দেখার।