ওয়াশিংটন: করোনাভাইরাসের উৎপত্তি (Origin of COVID-19) কোথা থেকে হয়েছিল, মার্কিন গোয়েন্দাবাহিনীকে তা জেনে আগামী তিন মাসের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden)।
করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার এক বছর পার হয়ে গেলেও এর উৎপত্তি কোথা থেকে হয়েছিল, তা নিয়ে ধন্দ রয়েই গিয়েছে। সম্প্রতি একটি রিপোর্টে জানা যায়, সংক্রমণ ছড়িয়ে পড়ার দিনকয়েক আগেই চিনের উহান ল্যাবের কয়েকজন গবেষক অসুস্থ হয়ে পড়েন এবং হাসপাতালে ভর্তি হতে চান। এরপরই উহানের ওই ল্যাব থেকে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার সন্দেহ আরও জোরাল হয়। বুধবার মার্কিন প্রেসিডেন্ট দেশের গোয়েন্দা বাহিনীকে ৯০ দিনের মধ্যে করোনাভাইরাসের সঠিক উৎপত্তিস্থল জেনে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেন।
হোয়াইট হাউসের তরফে প্রকাশিত একটি বিবৃতিতে বলা হয়েছে, “তদন্তকারী সংস্থাগুলি যেন তথ্য সংগ্রহ ও তার পর্যালোচনা করে, যাতে করোনা সংক্রমণের উৎপত্তিস্থল নিয়ে আমরা নিশ্চিত একটি সিদ্ধান্তে পৌঁছতে পারি।”
প্রেসিডেন্ট জো বাইডেনও বলেন, “আমেরিকাও একই চিন্তাধারার বাকি দেশগুলির সহযোগিতায় চিনকে একটি নিরপেক্ষ, তথ্য প্রমাণ ভিত্তিক আন্তর্জাতিক তদন্ত করতে সাহায্য করার অনুরোধ জানাবে এবং তারা যাতে উপযুক্ত সমস্ত তথ্য প্রমাণ দিয়ে তদন্তে সাহায্য করে, সেই অনুরোধও জানাবে।”
সংক্রমণ ছড়িয়ে পড়ার পরই চিনের দাবি ছিল, উহানের মাছ-মাংসের বাজার থেকে ছড়িয়ে পড়েছিল এই মারণ ভাইরাস। অন্যদিকে আমেরিকা সহ একাধিক দেশের বিশ্বাস, উহানের ল্যাবেই তৈরি করা হয়েছিল এই ভাইরাস। সূত্র অনুযায়ী, গোয়েন্দা সংস্থাগুলিকে করোনা সংক্রমণের দুটি আনুমানিক উৎপত্তিস্থলই খতিয়ে দেখতে বলা হয়েছে।
করোনার উৎপত্তি নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে চিনে একটি তদন্তকারী দল পাঠালেও তারা এখনও নির্দিষ্ট কোনও সিদ্ধান্তে পৌঁছতে পারেনি। সেই কারণেই মার্কিন প্রেসিডেন্ট নতুন করে একটি তদন্ত চান বলে জানা গিয়েছে। অন্যদিকে, সম্প্রতিই চিনের বিদেশ মন্ত্রকের তরফে একটি বিবৃতি জারি করে জানানো হয় যে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তদন্তকারী দল উহানের ল্যাব থেকে করোনাভাইরাসের উৎপত্তির সম্ভাবনাকে উড়িয়ে দিয়েছে।
উল্লেখ্য, করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার পর থেকেই চিনকেই দোষারোপ করেছে আমেরিকা। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করতেন, চিন থেকেই পরিকল্পিতভাবে গোটা বিশ্বে এই সংক্রমণ ছড়িয়ে দেওয়া হয়েছে। সেই কারণে তিনি করোনাভাইরাসকে চিনা ভাইরাস বলেও আখ্যা দিয়েছেন একাধিকবার।