Joe Biden: ফের করোনা আক্রান্ত জো বাইডেন, প্রেসিডেন্ট নির্বাচনে আদৌ লড়তে পারবেন তো?

ঈপ্সা চ্যাটার্জী |

Jul 18, 2024 | 9:02 AM

US President Election: বুধবার লাস ভেগাসে যান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সেখানেই করোনা পরীক্ষা করা হলে, ৮১ বছরের মার্কিন প্রেসিডেন্টের রিপোর্ট পজেটিভ আসে। এরপরই বাইডেনের যাবতীয় প্রচার কর্মসূচি বাতিল করে দেওয়া হয়।

Joe Biden: ফের করোনা আক্রান্ত জো বাইডেন, প্রেসিডেন্ট নির্বাচনে আদৌ লড়তে পারবেন তো?
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
Image Credit source: AFP

Follow Us

ওয়াশিংটন: ফের করোনা আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden)। বুধবার তাঁর কোভিড-১৯ (COVID-19) রিপোর্ট পজেটিভ এসেছে বলেই জানা গিয়েছে। বর্তমানে একান্তবাস বা সেল্ফ-আইসোলেশনে রয়েছেন বাইডেন, এমনটাই জানানো হয়েছে হোয়াইট হাউসের তরফে। এদিকে, বাইডেন অসুস্থ হতেই ফের প্রশ্ন উঠেছে, আদৌ প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে পারবেন তো ডেমোক্রাট প্রার্থী?

বুধবার লাস ভেগাসে যান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সেখানেই করোনা পরীক্ষা করা হলে, ৮১ বছরের মার্কিন প্রেসিডেন্টের রিপোর্ট পজেটিভ আসে। এরপরই বাইডেনের যাবতীয় প্রচার কর্মসূচি বাতিল করে দেওয়া হয়।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারিন জিন পিয়ের জানিয়েছেন, প্রেসিডেন্ট জো বাইডেনের করোনা রিপোর্ট পজেটিভ এসেছে। তিনি সম্পূর্ণ টিকাপ্রাপ্ত এবং বুস্টার ভ্যাকসিনও নিয়েছেন। তাঁর মৃদু উপসর্গ দেখা দিয়েছে। বর্তমানে আইসোলেশনেই রয়েছেন তিনি। বাইডেন নিজেও লাস ভেগাস থেকে ডেলাওয়ারে ফেরার সময়, এয়ার ফোর্স ওয়ানে উঠতে উঠতে বলেন, “আমি ঠিক আছি”।

প্রসঙ্গত, শারীরিক অসুস্থতা নিয়ে এমনিই চাপে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বিভিন্ন নির্বাচনী প্রচারে তাঁর শারীরিক অসুস্থতার নানা লক্ষণ ধরা পড়েছে। কখনও তিনি ইউক্রেনের প্রেসিডেন্টকে রাশিয়ার প্রেসিডেন্ট হিসাবে সম্মোধন করেছেন, কখনও কমলা হ্যারিসকে ট্রাম্প হিসাবে। তিনি নিজেই স্বীকার করে নিয়েছেন, ক্লান্তির জেরে বিকেলের পর চোখ খুলে রাখাও কষ্টসাধ্য হয়ে উঠছে। আর এই অসুস্থতাকেই হাতিয়ার করছে বিরোধীরা। এমনকী, ডেমোক্রাট দলের অন্দরেও বাইডেনকে প্রেসিডেন্ট পদপ্রার্থী করা নিয়ে সংশয় তৈরি হয়েছে। সূত্রের খবর, অগস্ট মাসের আগে বাইডেনকে আনুষ্ঠানিকভাবে ডেমোক্রাটদের পদপ্রার্থী হিসাবে ঘোষণা করা হবে না।