ওয়াশিংটন : মার্কিন যুক্তরাষ্ট্রের মিসৌরিতে রেল দুর্ঘটনায় মৃত তিনজন। আহত হয়েছেন বেশ কয়েকজন যাত্রী। লস অ্যাঞ্জেলেস থেকে শিকাগো যাচ্ছিল ট্রেনটি। সেই সময়ই ডাম্প ট্রাকের সঙ্গে ট্রেনের সংঘর্ষ হয়। সংঘর্ষের জেরে ট্রেনটির আটটি বগি লাইনচ্য়ুত হয়েছে। মিসৌরির দক্ষিণ-পশ্চিমের কাছে একটি রেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে।
এই দুর্ঘটনার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। সেই ছবিতেই দেখা যায়, দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের জানালা ও দরজা দিয়ে বেরিয়ে আসছেন যাত্রীরা। একজন যাত্রী এই দুর্ঘটনার পর নিজের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন। তিনি বলেছেন, ‘মনে হচ্ছিল যেন সবকিছুই ধীর গতিতে ঘটেছে। ট্রেনটি কাঁপতে শুরু করে এবং তারপরেই হঠাৎ করে উল্টে যায়। এরপর জানালা দিয়ে প্রচুর ধুলো ঢুকে পড়ে।’ এদিকে মিসৌরি স্টেট হাইওয়ে প্য়াট্রোলের মুখপাত্র জাস্টিন ডান জানিয়েছেন, এই দুর্ঘটনার পিছনে কোন কারণ রয়েছে সেই বিষয়ে প্রাথমিক তদন্ত শুরু হয়ে গিয়েছে। তিনি বলেছেন, ‘ট্রেনটিতে ২০০-র বেশি যাত্রী ছিলেন। ট্রেনে ছিলেন প্রায় এক ডজন ক্রু সদস্যও। ট্রেনটি একটি নুড়িপথের চৌরাস্তা অতিক্রম করছিল। সেই সময় এর সামনে ট্রাক চলে আসে। এদিকে ট্রাকটিকে বোঝার মতো কোনও আলো ছিল না সেখানে। কোনও ইলেকট্রনিক কন্ট্রোল ডিভাইসও ছিল না। গ্রামীণ এলাকায় সাধারণত এরকমই হয়ে থাকে।’
USA: Rail accident near the city of Lawrence, 30 wagons with coal derailed pic.twitter.com/dDkaGQfbCI
— Spriteer (@spriteer_774400) June 19, 2022
এখনও পর্যন্ত দুর্ঘটনাস্থল থেকে তিনটি মৃতদেহ উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু হয়ে গিয়েছে। উদ্ধার কাজের দায়িত্বে থাকা এক আধিকারিক জানিয়েছেন, আশপাশের কাউন্টি থেকে জরুরি সহায়তা দল ঘটনাস্থলে পৌঁছেছে। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য সেখানে ইতিমধ্যেই ছয়টি মেডিক্যাল হেলিকপ্টার ঘটনাস্থলে রয়েছে। এখনও পর্যন্ত আহতের সংখ্যা নির্দিষ্টভাবে জানা যায়নি। তবে হাসপাতালের তরফে জানানো হয়েছে দুর্ঘটনাস্থল থেকে ৪০ এর বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।